Aasif Sheikh: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো ভাবিজি ঘর পর হ্যায়। এই ধারাবাহিকে বিভূতি নারায়ণ মিশ্রার চরিত্রে অভিনয় করেন আসিফ শেখ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, শুটিং চলাকালীন সেটেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসিফ শেখকে। দেরাদুনে চলছিল ভাবিজি ঘর পর হ্যায়ের শুটিং। সেখানেই অসুস্থবোধ করছিলেন। মাটিতে লুটিয়ে পড়েন আসিফ। ইউনিটের সদস্যরা বিন্দুমাত্র দেরি না করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসিফ শেখকে।
সূত্রের খবর অনুযায়ী, অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেইরকমই একটি দৃশ্যের শট দেওয়ার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। প্রাথমিক চিকিৎসার পর মুম্বইয়ে পরবর্তী চিকিৎসার জন্য নিয়ে আসা হবে। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন আসিফের অনুগামীরা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। এখনও পর্যন্ত খোদ অভিনেতা বা তাঁর পরিবারের তরফে অসুস্থার খবর নিশ্চিত করা হয়নি। আসিফ শেখের বয়স ৬০ বছর।
দীর্ঘ ৩০ বছরের বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। ভাবিজি ঘর পর হ্যায় ধারাবাহিকে বিভূতি নারায়ণ মিশ্রার চরিত্রটি দর্শকের দরবারে দারুণ জনপ্রিয়। মেগার পাশাপাশি বেশ কিছু ছবিতেও কাজ করেছেন আসিফ। বলিউডের সুপারস্টার শাহরুখ-সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। করণ অর্জুন, প্যায়ার কিয়া ডরনা ক্যায়া, ভারত, ইয়েস বসের মতো ছবি রয়েছে আসিফের ঝুলিতে। আসিফের হেলথ আপডেট জানতে উদগ্রীব তাঁর অগণিত ভক্ত। কমেডিতে ভরপুর এই শো একটানা দর্শকের মনোরঞ্জন করে চলেছে।