Bhagyashree: দিন কয়েক আগেই পিকলবলে খেলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভাগ্যশ্রী। চোট এতটাই গুরুতর ছিল তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয়। সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতাল থেকে ভাগ্যশ্রীর ছবি পোস্ট করেছিলেন। কপালে ১৩ টা সেলাই দেওয়া হয়। সেলেব পাপারাজ্জির শেয়ার করা একটি ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে ছিলেন ভাগ্যশ্রী আর দ্বিতীয়টিতে মথায় ব্যান্ডেজ। সুস্থ হতেই পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করলেন ভাগ্যশ্রী। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরী থেকে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন নয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। পরনে কমলা রহের সালোয়ার, খোলা চুল। মন্দিরের পূজারিদের সঙ্গে কথা বলতেও দেখা গেল ভাগ্যশ্রীকে। তাঁরা জগন্নাথ দেবের একটি ছবি উপহার দিলেন।
জগন্নাথ দেবের চরণে ঠাঁই পেয়ে নিজেকে ধন্য মনে হয়েছে। অনুভূতির কথা ভাগ করে লিখেছন, 'জয় জগন্নাথ!! ভগবানের আশীর্বাদ পেলাম। পুরীতে জগন্নাথ দর্শনে এসেছি। এখানে আসাটা খুব প্রয়োজন ছিল। আপনর মনে যদি ভক্তি ও বিশ্বাস থাকে তাহলে আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। আমি খুব ভালভাবে জগন্নাথ দর্শন করতে পেরেছি। ওইদিনই মন্দিরের পতাকা পরিবর্তন করা হয়। সেই পরিবর্তিত পতাকা আমাকে পুরোহিত আশীর্বাদ স্বরুপ দিয়েছেন। এখানের বিখ্যাত Chattu Besara-ও খেয়েছি।'
প্রসঙ্গত, ১৯৮৯ সালে সলমানের সঙ্গে ম্যায়নে প্যায়ার কিয়ার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ভাগ্যশ্রীর। বক্স অফিসে বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল সলমান-ভাগ্যশ্রী জুটির প্রথম ছবি। কেরিয়ারের শুরুতেই সাফল্যের শিখরে পৌঁছলেও বিয়ের পর সিনেদুনিয়া থেকে একেবারে হারিয়ে যায় সলমানের হিট নায়িকা। বাছাই করা কয়েকটি ছবিতে দেখা গিয়েছে ভাগ্যশ্রীকে।
২০২১-এ কঙ্গনা রানাউতের সঙ্গে থ্যালাইভি ছবিতে কামব্যাক করেন ভাগ্যশ্রী। জয়ললিতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বলিউডের ছবিতে দেখা না গেলেও টেলিভিশন ও মারাঠি, তেলুগু ও কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেন। অভিনেত্রী ছাড়াও আরও একটি পরিচয় আছে ভাগ্যশ্রীর। তিনি একজন ফিটনেস ট্রেনার। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ফিট অ্যান্ড ফাইন থাকার টিপস শেয়ার করেন।