Bhagyashree Injured: মারাত্মক দুর্ঘটনার কবলে ভাগ্যশ্রী, কপালে ১৩ টা সেলাই! কেমন আছেন অভিনেত্রী?

Bhagyashree Surgery: গুরুতর আহত ভাগ্যশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ছবি। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ভাগ্যশ্রীকে দেখে চিন্তিত ভক্তরা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
মারাত্মক দুর্ঘটনার কবলে ভাগ্যশ্রী

মারাত্মক দুর্ঘটনার কবলে ভাগ্যশ্রী

Bhagyashree Accident: নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী। সলমানের সঙ্গে ম্যায়নে প্যায়ার কিয়া-তে ভাগ্যশ্রীর অভিনয় আজও ভোলেনি দর্শক। রূপোলি দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিলেও সিনিয়র অভিনেত্রীর খুটিনাটি জানতে আজও আগ্রহী তাঁর ভক্তরা। কিন্তু, এই মুহূর্তে ভাগ্যশ্রীর অনুরাগীদের জন্য রয়েছে খারাপ খবর। হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী। কপালে ১৩ টা সেলাই। পিকলবলে খেলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে ভাগ্যশ্রী।

Advertisment

চোট এতটাই গুরুতর তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয়েছে। সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতাল থেকে ভাগ্যশ্রীর একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে উদ্বিগ্ন ভক্তরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুগামীরা। ভিরাল ভায়ানারি শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ভাগ্যশ্রী। অপর ছবিটিতে মথায় ব্যান্ডেজ বাঁধা। 

এক ভক্ত প্রিয় অভিনেত্রীর আরোগ্য কামনা করে লিখেছেন, 'হে ভগবান, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ ভাগ্রশ্রী জি।' ১৯৮৯ সালে সলমানের সঙ্গে ম্যায়নে প্যায়ার কিয়ার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ভাগ্যশ্রীর। বক্স অফিসে বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল সলমান-ভাগ্যশ্রী জুটির প্রথম ছবি। কেরিয়ারের শুরুতেই সাফল্যের শিখরে পৌঁছলেও বিয়ের পর সিনেদুনিয়া থেকে একেবারে হারিয়ে যায় সলমানের হিট নায়িকা।

Advertisment

বাছাই করা কয়েকটি ছবিতে দেখা গিয়েছে ভাগ্যশ্রীকে। ২০২১-এ কঙ্গনা  রানাউতের সঙ্গে থ্যালাইভি ছবিতে কামব্যাক করেন ভাগ্যশ্রী। জয়ললিতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বলিউডের ছবিতে দেখা না গেলেও টেলিভিশন ও মারাঠি, তেলুগু ও কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেন। অভিনেত্রী ছাড়াও আরও একটি পরিচয় আছে ভাগ্যশ্রীর। তিনি একজন ফিটনেস ট্রেনার। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ফিট অ্যান্ড ফাইন থাকার টিপস শেয়ার করেন। 

bollywood movie Bollywood News bollywood actress Bhagyashree