দীপাবলির রেশ কাটতে না কাটতেই প্রত্যেকে মেতেছেন ভাইফোঁটায়। বিক্রম চট্টোপাধ্যায়ের দিন শুরু হল বোন মেঘার হাতে ভাইফোঁটা নিয়েই। বাকি দিনটাও পরিবারের মানুষদের সঙ্গে কাটাবেন বিক্রম। ভাই-বোনেদের সঙ্গে চুটিয়ে মজাও করেছেন। বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।
রাজ চক্রবর্তীও এই দিনটা তুলে রেখেছিলেন দিদিদের জন্য। সকাল সকাল তৈরি হয়ে ফোঁটা নিতে বসে পড়েছিলেন কলকাতার চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন। সোশাল মিডিয়ায় সেই ছবি দিয়ে লিখলেন, ''জীবনের দু'জন শক্ত খুঁটি''। তবে কেবল উপহার বা ফোঁটা নেওয়া নয়, জমিয়ে খাওয়া দাওয়াও করছেন তা বলাই বাহুল্য।
View this post on InstagramThe two strongest pillar in my life. #sisterslove #bhaiphonta #family @bananipandey #Tapashi
A post shared by Raj Chakraborty (@rajchoco) on
পরিণীতি চোপড়া সহজ ও শিবাঙ্গ- দুই ভাইয়ের থেকে দূরে রয়েছেন। ফলে ফোঁটা দেওয়া না হলেও ভিডিও কলে ভাইদের সঙ্গে কথা বলতে ভুললেন না। হবে নাই বা কেন, পরিণীতির ভীষণ কাছের তারা, বন্ধুও বলা যেতে পারে। তাই দুটো শহরের দূরত্ব তাদের আটকাতে পারেনি।
কেবলমাত্র পরিণীতি নয়, কার্তিক আরিয়ন, শক্তি মোহন, কুণাল খেমু এবং মাধুরী দীক্ষিত প্রত্যেকেই শেয়ার করলেন ভাইফোঁটার ফোটো এবং ভিডিও। কুণাল খেমুকে ফোঁটা দেওয়ার সময় তাঁর দু'বছরের মেয়েও গেয়ে উঠলেন গায়ত্রী মন্ত্র।
View this post on InstagramHere’s to spreading light this Bhai Dooj #happybhaidooj
A post shared by Kunal Kemmu (@khemster2) on
কার্তিক আরিয়ন পোস্ট করলেন ভাইফোঁটার সময় বোনের সঙ্গে খুনসুটির ছবি। কখনও কান মুলছেন তো কখনও প্রণাম করার সময় মজা করছেন। কার্তিক ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, ''বোন বিশ্বের সেরা ভাই পেয়েছে। এটা আমি নই বোনই বলে থাকে''।
আরও পড়ুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা, দেখুন ভিডিও
ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন মাধুরী দীক্ষিতও।
View this post on InstagramHappy Bhau Bheej ❤️ भाऊबीजच्या हार्दिक शुभेच्छा
A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on
পশ্চিম ভারতে এই উৎসব ‘ভাই দুজ’ নামেও পরিচিত। মূলত পাঁচদিন ব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন ভ্রাতৃদ্বিতীয়া। আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলা হয় ‘ভাইবিজ’। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ‘ভাইটিকা’ নামে। এই উৎসবের আরও একটি নাম ‘যমদ্বিতীয়া’।