ভাইফোঁটা মানেই ভাই বোনের মধ্যে এক অদ্ভুত সুন্দর সম্পর্ক উদযাপনের দিন। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেশ ধুমধাম করে পালন করেন এইদিন। তবে, এবার আরও বিশেষ একটা কারণ রয়েছে।
আজ ভাইফোঁটার পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর জন্মদিন বটে। তাই, আয়োজন তো হতে হতোই। একদিকে, যেমন ইউভান এবং রাজকে ভাইফোঁটা দিতে পৌঁছলেন তাঁর দিদিরা তেমনই পাত পেরে খেলেন শুভশ্রী। আর, সেই সব ছবি শুভশ্রী নিজেই শেয়ার করেছেন সমাজ মাধ্যমে।
ভাইফোঁটার দিন ইউভানের আনন্দের শেষ নেই। দিদিদের ভাই হিসেবে আদর এবং আহ্লাদের ভাগীদার তিনিই। আর অন্যদিকে বোন ইয়ালীনি। তাঁর এবার প্রথম ভাইফোঁটা। দাদার বোন হিসেবে তাঁকে আর দেখে কে। রাজ ফোঁটা নিলেন তাঁর দিদিদের কাছ থেকে। সেসব সুন্দর মুহূর্ত দেখালেন বার্থডে গার্ল নিজেই।
অন্যদিকে, ইয়ালিনি? সে তো মজা করতে, নাচতে ব্যস্ত। এমন সুন্দর একটা দিনে তাঁকে সুন্দর করেই সাজিয়েছিলেন শুভ। ছোট্ট পরীকে হলুদ রঙের স্কার্ট এবং সাদা রঙের টপে দেখা গেল। তাঁর নাচ এবং নানা মুভমেন্টের মুহূর্ত ক্যাপচার করলেন শুভ। দাদার সঙ্গে একটা ছবি তো ম্যান্ডেটরি। বোনকে জড়িয়ে ধরে একটি ইউভানের আনন্দ দেখার মত।
শুভশ্রীর জন্মদিনের প্লেটে কী কী ছিল?
যে ছবি অভিনেত্রী আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে, পোলাও, মাংস, তিন রকমের ভাজা, পায়েস সবই রয়েছে তাতে। জন্মদিন বলে কথা, ভাল কিছু তো হবেই। শুভশ্রী কিন্তু গতকাল রাত থেকেই জন্মদিন পালন করছেন।