/indian-express-bangla/media/media_files/2025/10/23/dev2-2025-10-23-16-08-33.jpg)
দেখুন সেসব ছবি...
/indian-express-bangla/media/media_files/2025/10/23/569422234_18429891421105705_2810187959047952064_n-2025-10-23-16-09-07.jpg)
ভাইফোঁটা মানেই এক আনন্দ উৎসব। এদিন সাধারণ মানুষ যেমন আনন্দে মেতে ওঠেন, ঠিক তেমনই তারকাদের মধ্যেও দেখা যায় দেদার আনন্দ। ভাই-বোনেরা আজকের বিশেষ দিনেই আরও এক অটুট বন্ধনের প্রতিজ্ঞা করে।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/571381183_18429891412105705_611350459680272197_n-2025-10-23-16-09-37.jpg)
কোয়েল মল্লিকের বাড়িতে এদিন বসে ছোটখাটো মেলা। পরিবারের সকলেই সেখানে হাজির হন। এবারও ব্যতিক্রম না। বরং এবার মল্লিক পরিবারের এক্কেবারে খুদে সদস্য-ও দিয়েছে ফোঁটা।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/570507942_18429891382105705_7648436257900014909_n-2025-10-23-16-10-00.jpg)
কোয়েলের কোলে বসেই দাদা কবীর-কে ফোঁটা দিল কাভ্যা। তাঁদের এটা একসঙ্গে প্রথম ভাইফোঁটা। আর এই সবে শুরু। সেই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/568759399_18429891433105705_2176229948388396941_n-2025-10-23-16-10-33.jpg)
বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক তিনি নিজেও কিন্তু ভাইফোঁটা নিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/569148015_18513245254070779_455964065353176343_n-2025-10-23-16-12-32.jpg)
অন্যদিকে, দেব... তিনি এমনিতেও যেকোনও অনুষ্ঠানে যোগ দেন। শুধু তাই নয়, তাঁর বোনের বেশ কাছের তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/568695621_18513245263070779_1812836996683398312_n-2025-10-23-16-12-57.jpg)
দেবকে দেখা গেল তাঁর বোনের থেকে ফোঁটা নিতে। অভিনেতা নিজেই সেই ছবি শেয়ার করলেন সমাজ মাধ্যমে।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/571017514_18535306078010470_9012619062368322814_n-2025-10-23-16-13-47.jpg)
অভিনেত্রী স্বস্তিকা দত্ত ফোঁটা দিলেন ডিজাইনার অভিষেক-কে। তাঁর সঙ্গে ক্যাপশনে লিখলেন, দাদাকে দিলাম খোঁটা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us