ভাইজানের ছবি নিজের সাফল্য ধরে রেখেছে তিনদিন পরেও। বিগত নয় বছর ধরে ঈদের বক্সঅফিসে সলমনই শেষ কথা। শুক্রবার আলি আব্বাস জাফরের ছবি ব্যবসা করেছিল ২২.২০ কোটি টাকা। সলমন খান ও ক্যাটরিনা কাইফের 'ভারত' তিনদিনে আয় করেছে ৯৫.৫০ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, চারদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলবে 'ভারত'।
সলমনের এই ছবিতে রয়েছে ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, দিশা পাটানির মতো অভিনেতারা। প্রথমেই আইসিসি ওয়ার্ল্ড কাপের কারণে ছবির ব্যবসায় ঘাতটি হয়েছে খানিকটা। কিন্তু তাতেও এই ছবির আয়ের রেকর্ড থামানো যায়নি। দ্বিতীয় দিনে ৩১ কোটি টাকা ব্যবসা করেছিল ‘ভারত’।
আরও পড়ুন, মালতিই দীপিকা, দীপিকাই মালতি: মেঘনা গুলজার
এদিকে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে এই ছবি। পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্সকে আটকানো যায়নি। তারপরেও অভাবনীয় সাফল্য পাচ্ছে এই ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা লিখেছেন, ”দেশভাগের রক্তাক্ত বীভৎসতা, লাহোরে ভারতের পরিবার ভেঙে যাওয়া, সেখান থেকে দিল্লির উদ্বাস্তু শিবির, এসবে ‘ভারত’-এর স্বচ্ছন্দ বিচরণ। কিন্তু তারপরেই হোঁচট খায় ছবি।”