ওয়াঘা বর্ডারে সলমন-ক্যাটরিনা, মুক্তি পেল ভারত ছবির ফার্স্টলুক

সলমন খান ও ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়ের স্মৃতি যেন ফিরে এল, আলি আব্বাস জাফরের পরবর্তী ছবি ভারতে একসঙ্গে এই জুটি। প্রকাশিত হল ছবির ফার্স্টলুক।

সলমন খান ও ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়ের স্মৃতি যেন ফিরে এল, আলি আব্বাস জাফরের পরবর্তী ছবি ভারতে একসঙ্গে এই জুটি। প্রকাশিত হল ছবির ফার্স্টলুক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকাশিত হল ভারত ছবির ফার্স্টলুক

সলমন খান ও ক্যাটরিনা কাইফ আবারও জুটি বেঁধেছেন এই ছবিতে। যদিও অনেক খোঁজার পর নায়িকা সংবাদ মিলেছে এই ছবির। প্রিয়াঙ্কা চোপড়া না বলার পর ক্যাটরিনা কাইফ সই করেছেন সলমনের বিপরীতে। এবার মুক্তি পেল ছবির ফার্স্টলুক। ওয়াঘা বর্ডারের সামনে দেখা গেল ওই দুজনকে। ক্যামেরার উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। সলমনের পরনে স্যুট আর ক্যাট শাড়িতে। সঙ্গে বড় লম্বা চুল ও গায়ে শাল।

Advertisment

@bharat_thefilm @aliabbaszafar @katrinakaif @dishapatani @whosunilgrover @atulreellife

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

Advertisment

আরও পড়ুন, ঠাগস অফ হিন্দোস্থান প্রসঙ্গে শাহরুখ খান: কিছু মানুষ ছবিটা নিয়ে ভীষণ রূঢ়

তবে এটা অমৃতসরের আসল ওয়াঘা বর্ডার নয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক ক্রু মেম্বার বললেন, তারা পঞ্জাবের লুধিয়ানার বলোয়ালে ইন্দো পাকিস্তান বর্ডারে নতুন করে তৈরি করেছিলেন এই দৃশ্য। কারণ ওয়াঘা বর্ডারে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। কারণ দেখানো হয়েছে অভিনেতা অভিনেত্রীরা বর্ডার পার করবেন এবং পাকিস্তানের দিকে যাবেন। কোনও দেশের বর্ডারেই এর অনুমতি পাওয়া যাবে না এটাই স্বাভাবিক।

#Bharat @bharat_thefilm

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

আরও একটা ছবিতে ক্যাটরিনার নাচের দৃশ্যের শুটিংয়ের ছবি প্রকাশিত হয়েছে। ২০১৪ সালের কোরিয়ান ছবি ওড টু মাই ফাদার থেক অনুপ্রাণিত আলির ভারত। এ ছবিতে ৮ থেকে ৬৫ বছর বয়সের সলমন খানকে পাঁচটি ভিন্ন ভিন্ন চেহারায় দেখা যাবে। ছবির শ্যুটিং হবে স্পেন, আবুধাবি, পাঞ্জাব এবং দিল্লিতে। ভারতে ক্যাটরিনা ও সলমন ছাড়াও রয়েছেন দিশা পাটানি, তাব্বু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ ও মানব ভিজ।

Read the full stroy in English 

salman khan katrina kaif Tabu