Bharti Singh Leaving Mumbai: মহাকুম্ভে পুণ্যস্নান নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই কমেডিয়ান ভারতী সিংয়ের দিকে ধেয়ে আসে কটাক্ষ। এর মাঝে মুম্বই ছাড়ার পরিকল্পনা শেয়ার করেন ভারতী। এই নুহূর্তে পরিবারের সঙ্গে মুম্বইয়ে থাকেন। ভারতীর সঞ্চালনায় দর্শকের দরবারে দারুণ জনপ্রিয় 'লাফটার শেফস'। আর নাচের রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হর্ষ লিম্বাচিয়া।
ভারতী সিং সঞ্চালিত পডকাস্টের লেটেস্ট এপিসডের অতিথি ছিলেন টেলি অভিনেত্রী রেশমি দেশাই। কথা বলতে বলতেই দুজনে তাঁদের অবসরপ্রাপ্ত জীবনের প্ল্যান শেয়ার করলেন। আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে মুম্বই ছাড়ার প্ল্যান রয়েছে রেশমীর।
অন্যদিকে ভারতীর ইচ্ছে গ্রামে গিয়ে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করবেন। ভারতী ও হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে এসে রেশমী বলেন, রোড ট্রিপ তাঁর খুব পছন্দ। শীঘ্রই ইউরোপ যাওয়ার প্ল্যান রয়েছেন। রেশমীর কথা শুনে ভারতী উচ্ছ্বসিত হয়ে বলেন, তিনিও ছোট্ট গোলাকে নিয়ে যেতে যান।
রেশমীর তাঁর ইচ্ছের কথা বলতে গিয়ে আরও বলেন, ভাই আর বন্ধুদের সঙ্গে জঙ্গলে গিয়ে কয়েকটা দিন নিরিবিলিতে থাকতে চাই যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না। ফোনে নেটওয়ার্ক থাকবে না। আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আমি তো মুম্বই-ই ছেড়ে দেব।
নিজের মতো করে কয়েকটা দিন কাটানোর ইচ্ছে এই জনপ্রিয় টেলি অভিনেত্রীর। ভারতীও তখন আগামীর প্ল্যানিং শেয়ার করেন। কমেডিয়ান ভারতী বলেন, 'হর্ষ তো গ্রামে গিয়ে থাকতে চায়। যেখানে আমরা কয়েকটা গরু, কয়েকটি মুরগী রাখতে পারব। আমি তো স্বপ্ন দেখি একদিন ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞাসা করব কী খাবে? তারপর আমি ফার্ম থেকে কিছু খাবার নিয়ে এসে রান্না করব। এটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন আর আমি এই স্বপ্নটা পূরণ করবই।'