কাশ্মীর নিয়ে ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee) যে একটা বিশেষ আগ্রহ রয়েছে, তা তিনি আগেই জানিয়েছিলেন। যে টানে কাশ্মীরি ভাষা শিখে ফেলেছেন। কখনও বা গুনগুন করে গেয়ে উঠছেন কাশ্মীরি ভাষার গান। ঈদ পালন করেছেন। গত জুন মাসে এক দুঃস্থ কাশ্মীরি পরিবারের মেয়ের বিয়েও দিয়েছেন অভিনেতা। এবার ফের সৌহার্দ্যের নজির গড়লেন ভাস্বর। রাখি পড়লেন তাঁর কাশ্মীরি বোনের হাতে।
হুমেরা খান, আদতে কাশ্মীরি হলেও কলকাতাতেই তাঁর বেড়ে ওঠা। ভূস্বর্গ উপত্যকার সেই কন্যেকেই বোন পাতিয়েছেন ভাস্বর। সোশ্যাল মিডিয়ার সুবাদেই হুমেরা খানের সঙ্গে আলাপ অভিনেতার। সেখানেই কথাপ্রসঙ্গে জানতে পারেন যে তিনি জন্মসূত্রে কাশ্মীরি। তবে দীর্ঘ বছর খানেক ধরে শহর তিলোত্তমাতেই বাস হুমেরাদের। এবছর ঈদও পালন করছেন ভাস্বর তাঁদের সঙ্গে। তো অভিনেতার সেই পাতানো বোন, অর্থাৎ হুমেরা খানের খুব ইচ্ছে ছিল যে তিনি ভাস্বরকে রাখি পরাবেন। আর রাখি মানেই জাত-পাত-ধর্মের উর্দ্ধে গিয়ে ভাই-বোন কিংবা বন্ধুত্বের পবিত্র উদযাপন। তাই ভাস্বরও সাম্প্রদায়িকতার রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে বোন হুমেরার সেই ইচ্ছেপূরণ করলেন। আর সেই সুযোগ করে দিল টেলিভিশন চ্যানেল জি বাংলা।
রবিবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে ৪ জন সেলিব্রিটি ভাই উপস্থিত ছিলেন তাঁদের বোনদের নিয়ে। সেখানেই দেখা গেল হুমেরা খানের সঙ্গে 'দাদা' ভাস্বর চট্টোপাধ্যায়কে। শোয়ের নানা গল্পের মাঝেই হুমেরা ফুলের রাখি পরিয়ে দিলেন অভিনেতার হাতে। রীতি অনুযায়ী মিষ্টিমুখও হল। শেষে 'কাশ্মীরি বোনে'র মাথায় হাত রেখে আশীর্বাদ করতেও ভুললেন না ভাস্বর।
উল্লেখ্য ভাস্বর কোনও দিনই চিরাচরিত চিন্তাভাবনাকে প্রশয় দেননি। বরং পরিবর্তে তার কাছে গুরুত্ব পেয়েছে মানবতা। প্রতিবছর তাঁর বোন যেমন তাঁর হাতে রাখি বাঁধেন, তিনিও পাল্টা বোনের হাতে রাখি পরিয়ে দেন। এবারও তার অন্যথা হয়নি। সেই ছবি ফেসবুকে শেয়ারও করেছেন অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন