Advertisment
Presenting Partner
Desktop GIF

হারের ভয়ে বিজেপি কর্মীদের 'মারধর' তৃণমূলী গুণ্ডাদের! ভবানীপুরে 'হুঁশিয়ারি' রুদ্রনীলের

সোমবার চেতলা থানার সামনে থেকে ফেসবুক লাইভে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
হিরণ-ই 'হিরো', 'টলিউড হাতছাড়া' বাবুলের! 'হার' পায়েল-শ্রাবন্তীর, BJP তারকা ব্রিগেডের 'ভরাডুবি'

সম্প্রতি মুখ্যমন্ত্রীর খাসতালুকে ধাবায় খেতে গিয়ে বিপাকে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। এবার সেই একই অভিযোগ তুললেন ভবানীপুর (Bhawanipur) বিধানসভা কেন্দ্রের পদ্ম-প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দলীয় পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠল ঘাসফুল শিবির সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে চেতলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পদ্ম শিবির সমর্থকরা।

Advertisment

সোমবার চেতলা থানার সামনে থেকে ফেসবুক লাইভে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়, হার নিশ্চিত জেনেই তৃণমূল কর্মীরা এমন ঘটনা ঘটিয়ে চলেছে। রবিবার রাতে বিজেপির কর্মীরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। আর তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের লোকজন। আসলে ভবানীপুর কেন্দ্রের মানুষ এখন বদল চায়। সেটাই তৃণমূল ভয় পাচ্ছে। আর সেই ভয়ের জেরেই বিজেপি সমর্থকদের উপর মারধর করে তৃণমূলের গুণ্ডাবাহিনী। এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের।

পাল্টা মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও হুঁশিয়ারি দাগতে পিছপা হন না তিনি। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "ভবানীপুর কেন্দ্রে হার নিশ্চিত জেনেই তিনি পালিয়েছেন। উনি এখান থেকে ভোটে দাঁড়াননি। তৃণমূলের কর্মীরা যে অত্যাচার চালাচ্ছে ২১শের ভোটবাক্সে তার প্রতিবাদ নেবে ভাবনীপুর তথা গোটা বাংলা।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন ‘তৃণমূল-ছুট’ পদ্ম শিবিরের তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রতিপক্ষও হেভিওয়েট। মমতা-বাহিনীর পোড়খাওয়া নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে, ডাকসাইটে প্রতিদ্বন্দ্বী পেয়েও সম্মুখ সমরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রুদ্রনীল। কারণ তাঁর কাছে, লড়াইটা বিজেপি বনাম তৃণমূলের। প্রতিপক্ষ শোভনদেবের প্রতি তাঁর কোনও অভিযোগ নেই, বরং রুদ্রর মুখে অন্য কথা! বলছেন, “শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) নিপাট ভাল মানুষ। মুখ্যমন্ত্রী ওঁকে রাসবিহারি থেকে তুলে এনে ভবানীপুরে দাঁড় করিয়ে বিষপান করালেন।”

উল্লেখ্য, বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে এককালীন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেতার ‘ভায়া তৃণমূল’ হয়ে বিজেপিতে যোগদানের বিষয়টিকে মোটেই সুনজরে দেখেননি নেটজনতা তথা রাজনৈতিক মহলের একাংশ। অতঃপর পদ্ম-বনে যাওয়ার পথে তাঁকে ঘিরে জোর সমালোচনাও হয়েছিল। তবে সেসব আপাতত অতীত। কারণ, ভবানীপুরের মতো খাস তৃণমূল (TMC) ঘাঁটিতে বিজেপি (BJP) বাজি ধরেছে রুদ্রনীল ঘোষকে। অতঃপর কাঁধে এখন তাঁর গুরুদায়িত্ব। তবে মমতা-গড়ের পিচে লড়াইটা যে খুব একটা সহজ হবে না পদ্ম শিবিরে যোগ দেওয়া অভিনেতার জন্য, তা হলফ করে বলাই যায়।

Bhawanipur Rudranil Ghosh bjp tmc West Bengal Assembly Election 2021
Advertisment