হলে ফিরল 'ভূত', এবারে শো টাইম মিলল শহরেও

পুনরায় মুক্তি পাচ্ছে অনীক দত্তের পলিটিক্যাল স্যাটায়ার 'ভবিষ্যতের ভূত'। আর এবারে শহর কলকাতার মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনেও রয়েছে শো টাইম।

পুনরায় মুক্তি পাচ্ছে অনীক দত্তের পলিটিক্যাল স্যাটায়ার 'ভবিষ্যতের ভূত'। আর এবারে শহর কলকাতার মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনেও রয়েছে শো টাইম।

author-image
IE Bangla Web Desk
New Update
bhobishyoter bhoot

ফের শহরের সিনেমা হলে ভবিষ্যতের ভূত।

স্বস্তির নিঃশ্বাস! অবশেষে মিলল সমাধানসূত্র। শুক্রবার পুনরায় মুক্তি পাচ্ছে অনীক দত্তের পলিটিক্যাল স্যাটায়ার 'ভবিষ্যতের ভূত'। আর এবারে শহর কলকাতার মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনেও রয়েছে শো টাইম। প্রসঙ্গত, সিনেমাটি যে নিষিদ্ধ নয় আদালতের নির্দেশে রাজ্য সরকার হলগুলোতে জানানোর পরেই মিলল সাড়া।

Advertisment

সিটি সেন্টার ১, সিটি  সেন্টার ২, সাউথ সিটি, হাইল্যান্ড পার্ক, স্বভূমি সহ শহরের প্রায় সমস্ত আইনক্সে দেখানো হচ্ছে ছবি। বাদ নেই সিনে পলিস ও পিভিআর চেইনও। কোনও কোনও মাল্টিপ্লেক্সে তো আবার একের বেশিরও শো রয়েছে। বুক মাই শো-তেও জ্বলজ্বল করছে শোয়ের সময়।

আরও পড়ুন, কলকাতায় তো চলছে না, কিন্তু কোথায় গেলে পাবেন ‘ভবিষ্যতের ভূত’-এর সন্ধান?

ছবি মুক্তির একদিন পরেই সমস্ত সিনেমা হল থেকে ভবিষ্যতের ভূত তুলে নেওয়ার পরে আদালতের দারস্থ হয়েছিল প্রযোজকদ্বয়। শীর্ষ আদালত নির্দেশ দেয় অবিলম্বে শুরু করতে হবে ছবির প্রদর্শন। কিন্তু তাতেও মেটেনি সমস্যা। সিনেমা মুক্তি পেলেও সেই তালিকায় ছিল না কলকাতার সিনেমা হল। ফলত, আবারও আদালতের দরজায় কড়া নেড়েছিল অনীক দত্তের টিম। সুপ্রিম কোর্ট তারপরেই জানায়, ‘ভবিষ্যতের ভূত’ সিনেমার প্রদর্শনে কোনও নিষেধাজ্ঞা নেই, হলগুলিকে এ কথা বলবে রাজ্যই।

Advertisment

আরও পড়ুন, রাজনীতিতে ভূতের উপস্থিতি: ভূতের ভবিষ্যত, ভবিষ্যতের ভূত এবং ভবিষ্যত সম্পর্কে অনীক দত্ত

এমনকী রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি লিখে রাজ্যের সব হলকে জানাতে হবে যে এই ছবি প্রদর্শনের ক্ষেত্রে কোনও আপত্তি নেই। এর আগেই হলগুলিতে পর্যাপ্ত ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়ের পর আগামীকাল পুনরায় মুক্তি 'ভবিষ্যতের ভূত'-এর।