Advertisment
Presenting Partner
Desktop GIF

Rajatava Dutta-Parambrata Chatterjee: অনির্বাণের সঙ্গে 'ভোগে' রজতাভ, হাল ধরছেন পরমব্রত?

Rajatava in Parambrata Chatterjee directorial: অনির্বাণের সঙ্গে প্রথম কাজ। কিন্তু, ডিরেক্টর পরমের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। তাও প্রায় ১৫-১৬ বছর আগের গল্প। অভিনেতা বলছেন, "পরম যখন প্রথম পরিচালনার কাজ শুরু করে…”

author-image
Anurupa Chakraborty
New Update
rajatava param bhog

Rajatava-Anirban: অনির্বাণের সঙ্গে ভোগে রজতাভ

রজতাভ দত্ত অনির্বাণ এবং পরমব্রত একসঙ্গে। তিনজন মিলে একসঙ্গে আসছেন পর্দায়। SVF এর নতুন সিরিজ ভোগ আসছে খুব শীঘ্রই। প্রকাশিত হয়েছে ভোগের প্রথম ছবি। পরমের সঙ্গে তাঁর কাজ হয়েছে, কিন্তু পরিচালক হিসেবে এটা হয়তো বা তাঁর তিন নম্বর কাজ।

Advertisment

ভোগ পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনির্বাণ ভট্টাচার্য এবং রজতাভ এই প্রথম একসঙ্গে শেয়ার করছেন স্ক্রিন। পরমব্রতর সঙ্গে কাজ, রজতাভর কাছ থেকে মনের ভাবনা জানতে ফোন গিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে। অভিনেতা যা বললেন...

অনির্বাণের সঙ্গে প্রথম কাজ। কিন্তু, ডিরেক্টর পরমের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। তাও প্রায় ১৫-১৬ বছর আগের গল্প। অভিনেতা বলছেন, "পরম যখন প্রথম পরিচালনার কাজ শুরু করে, তখন দুটো টেলিফিল্মে ছিলাম আমি। প্রথম করেছিল, ভালবাসার গল্প আর দ্বিতীয় করেছিল QSQT - পুলিশের ডিউটি, এই দুটোতে ছিলাম আমি। পরমের পরিচালনায় ছবি করা হয়নি। এটা এবার সিরিজ।"

অভিনেতার কাছে প্রশ্ন ছিল, একবার তিনি জানিয়েছিলেন, পরম যখন সদ্য শুরু করেছিলেন, তখন তিনি একদম অন্যরকম ছিলেন। সময়ের জ্ঞান ছিল না, অনেককিছুই ভিন্ন ছিল, আজ এতবছর পর পরিচালক পরমব্রতর থেকে কী কী আশা করছেন তিনি? অভিনেতার কথায়, একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। আর আমি যেদিনের পরমের কথা বলেছিলাম, সেদিনের পরম অনেক ছোট। তারপর তো বিদেশ থেকে ঘুরে এসে ও একদম পাল্টে গেল। পরম এখন খুব নিয়মানুবর্তিতা নিয়ে কাজ করে। মুম্বাইয়ে কাজ করেছে। আমি যখন অন্তর্ধান করেছি তখন খুব নিয়মে বাঁধা ও।"

নতুন কাজ, নতুন চরিত্র, রজতাভ দত্ত সাফ জানালেন এই ছবির স্ক্রিপ্ট আমি পাইনি এখনও।  শুধু জানি, যে আমি এটা করছি। কিন্তু, একটা চরিত্র, করার আগে খতিয়ে দেখলেন না? অভিনেতার জবাব, "পরমের কাজ তো। আমি এই জন্যই হ্যাঁ বলে দিয়েছি। ওর সঙ্গে দুটি কাজ করে দেখেছিলাম যে ও তখনই কত পরিণত। খুব ম্যাচিওর কাজ করে। তাহলে আর সমস্যা কীসের?"

প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুক। অনির্বাণের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পরমব্রত। মাইথলজিক্যাল থ্রিলার হতে চলেছে এই সিরিজ।

anirban bhattacharya Rajatava Dutta Parambrata Chatterjee
Advertisment