একমাস আগেই সম্পর্কের স্বীকারোক্তি, বারাণসীতে রহস্যমৃত্যু 'ভোজপুরি কুইন' আকাঙ্খার

ঘটনায় স্তম্ভিত ইন্ডাস্ট্রি, শোকপ্রকাশ অনুরাগীদের

ঘটনায় স্তম্ভিত ইন্ডাস্ট্রি, শোকপ্রকাশ অনুরাগীদের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
akanksha dubey, bhojpuri star akanksha dubey, akanksha dubey died

একমাস আগেই নিজের সম্পর্কের কথা সকলের সামনে এনেছিলেন, তারপরই চরম অঘটন। হোটেলে রহস্যমৃত্যু ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের। শোকে আচ্ছন্ন ভোজপুরি ইন্ডাস্ট্রি।

Advertisment

মাত্র ২৫ বছর বয়সেই আত্মঘাতী অভিনেত্রী! কিন্তু কেন? তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বারাণসীতে শুটিং করতে গিয়েছিলেন তিনি। শুটিংয়ের পরে সারণাথ হোটেলে রওনা দেন তিনি। সেখানে তাঁর ঘর থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন আকাঙ্খা, মৃত্যুর কিছু মুহূর্ত আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।

একমাস আগেই সহ অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই কথাও। সামনের নতুন সব প্রজেক্টের জন্যই বারাণসী গিয়েছিলেন তিনি। অনুরাগীরা যেন স্তম্ভিত তাঁর মৃত্যুর খবরে। হঠাৎ করেই কী যেন হয়ে গেল, বলছেন দর্শকরা।

Advertisment

উল্লেখ্য, মেরা জং মেরা ফসলা ছবি দিয়ে শুরু। মির্জাপুরে জন্ম আকাঙ্খার অনুরাগী সংখ্যা নেহাত কম না। মৃত্যুর কিছু সময় আগেও নিজের বেলি ড্যান্সের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টেও শোকপ্রকাশ করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির অনুরাগীরা। সকলের একটাই কথা, ভোজপুরি কুইন...এটা না করলেও পারতেন।

Entertainment News Actress