সিনেমায় কাজের নামে প্রতারনা! হোটেলে ডেকে ধর্ষনের অভিযোগ দায়ের অভিনেত্রীর। শুধু তাই নয় মিলেছে খুনের অভিযোগও!
ঘটনা ঘটেছে দিল্লি নিবাসী এক ভোজপুরি গায়িকা তথা অভিনেত্রীর সঙ্গে। তাঁর এক ইনস্টাগ্রাম বন্ধুর তরফে কাজের প্রতিশ্রুতি পেয়েছিলেন তিনি। তারপর? পাতা ফাঁদে পা দিতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। হোটেলে ডেকে নিয়ে গিয়ে, ধর্ষণ করা হয়েছে তাঁকে! থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
কী ঘটেছিল আসলে?
ভোজপুরি সেই অভিনেত্রী গুরুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খরব, ইনস্টাগ্রাম থেকেই তাঁর বন্ধুত্ব হয় গুরুগ্রামের বাসিন্দা মহেশ পান্ডের সঙ্গে। ভোজপুরি সেই শিল্পীকে সিনেমায় কাজের সুযোগ করে দেবেন বলেই বিহার অঞ্চলের একটি এলাকায় তাঁকে দেখা করতে বলেন তিনি। শুরু থেকেই তাঁর হাবভাব ভাল লাগেনি অভিনেত্রী - গায়িকার। পরবর্তীতে দু চারটে কাজের কথা বলেই মদ্যপান করতে শুরু করেন তিনি।
আরও পড়ুন < ৫০ বছরে ফের বাবা হওয়ার সুখ, অর্জুন রামপালের কোল আলো করে এল সন্তান >
বিপদ বুঝে সেই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁকে আটকে দেওয়া হয়। এবং তাঁকে ধর্ষণ করা হয়। এমনকি এখানেই শেষ নয়। পরে, অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অভিনেত্রীর ভিডিও ভাইরাল করে দেওয়ার ধমকি দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশি সূত্রে খবর, ঘটনার তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই শাস্তি পাবেন অপরাধীরা।