ফের মুক্তির দিন পিছল 'ভুল ভুলাইয়া ২'। বুধবারই নির্মাতারা ছবির নয়া রিলিজ ডেট ঘোষণা করেছেন। অতিমারীর বাড়বাড়ন্তে ফের দিল্লি-সহ একাধিক রাজ্যে প্রেক্ষাগৃহের দরজা বন্ধ হয়েছিল। বেশ কিছু রাজ্যে আবার ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছিল সিনেমাহল। এমতাবস্থায় সিনেমার রিলিজ স্থগিত রাখতে বাধ্য হয়েছিল বলিউডের প্রযোজনা সংস্থাগুলো। তবে এবার কোভিডের প্রকোপ খানিক শিথিল হতেই ফের বিগ বাজেট ছবিগুলো মুক্তির আলো দেখতে চলেছে। সেই তালিকায় নবতম সংযোজন কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানী অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা 'ভুল ভুলাইয়া ২'।
মেগা বাজেটের দক্ষিণী ছবি RRR-এর সঙ্গে বক্সঅফিস যুদ্ধ এড়াতে আরেকবার মুক্তির দিনক্ষণ পেছাতে হল 'ভুল ভুলাইয়া ২' নির্মাতাদের। আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২৫ মার্চ। কিন্তু ওই একইদিনে রিলিজ করছে এস এস রাজামৌলী পরিচালিত আরআরআর (RRR)। সম্প্রতি নির্মাতাদের তরফে নতুন রিলিজ ডেট জানানো হয়েছে। তার দিন কয়েকের মধ্যেই কার্তিক-কিয়ারার 'ভুল ভুলাইয়া ২' পিছনোর কথা ঘোষণা করলেন নির্মাতারা।
<আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া বোধহয় জানতেন না আমাদের ‘বাবা বেবি ও’ রিলিজের তারিখটা: যিশু সেনগুপ্ত>
সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ খোদ টুইটারে 'ভুল ভুলাইয়া ২' এবং রৌদ্রম রানাম রুধিরাম’ (RRR) -এর বক্সঅফিস সংঘাত এড়ানোর কথা উল্লেখ করেছেন। অতঃপর ২৫ মার্চ রাজামৌলীর আরআরআর মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে আসছে না কার্তিক-কিয়ারা জুটির হরর-কমেডি 'ভুল ভুলাইয়া ২'। যা মে মাসের ২০ তারিখ রিলিজ করবে।
উল্লেখ্য, রাম চরণ, জুনিয়র এনটি আর, আলি ভাটের মতো একাধিক সুপারস্টার অভিনয় করছেন RRR-এ। পাশাপাশি সিনেমার ট্রেলারও রীতিমতো উত্তেজনার পারদ চড়িয়েছে। তাই এই মেগা বাজেট দক্ষিণী সিনেমার সঙ্গে হয়তো বক্স অফিস সংঘাতে গিয়ে লোকসানের মুখ দেখতে চাননি 'ভুল ভুলাইয়া' নির্মাতারা। তাই ফের ২৫ মার্চ থেকে পিছিয়ে নয়া মুক্তির দিন ঠিক করা হয়েছে ২০ মে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন