Best 7 web series in September: সেপ্টেম্বরে ভারতীয় দর্শকের জন্য দারুণ কিছু হিন্দি ওয়েবসিরিজ রয়েছে। পাশাপাশি রয়েছে ইংরেজি ভাষার আন্তর্জাতিক কয়েকটি নতুন ক্রাইম সিরিজ। অন্যদিকে বাংলায় এই মাসে আসছে দুটি উল্লেখযোগ্য ওয়েবসিরিজ, একটি হইচই-তে ও অন্যটি জিফাইভ-এ। সেই ৭টি সিরিজ এক নজরে--
দ্য ফ্যামিলি ম্যান
অ্যামাজন প্রাইমের এই হিন্দি ওয়েবসিরিজে ডেবিউ করতে চলেছেন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় চরিত্রাভিনেতাদের অন্যতম, মনোজ বাজপেয়ী। সিরিজের নামটি শুনে মনে হতে পারে একটি সাধারণ মধ্যবিত্ত মানুষের গল্প। কিন্তু কেন্দ্রীয় চরিত্র শ্রীকান্ত তিওয়ারি মোটেই সাধারণ মানুষ নয়, ভারতীয় গুপ্তচর সংস্থার স্পেশাল সেলের একজন অত্যন্ত দক্ষ কর্মী। অথচ তাঁর এই পরিচয়টি জানে না তার পরিবার। একদিকে দেশকে উগ্রপন্থী আক্রমণ থেকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নেওয়া আর অন্যদিকে ঠিক সময়ে ছেলেমেয়েদের স্কুল থেকে পিক আপ না করার জন্য স্ত্রীর বকুনি। অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন গুল পনাগ, প্রিয়মনি. দলীপ তাহিল, শারিব হাশমি। স্ট্রিমিং হবে ২০ সেপ্টেম্বর। দেখে নিতে পারেন ট্রেলারটি এক ঝলকে--
ভ্রম
কালকি কোয়েচলিন, ভূমিকা চাওলা, সঞ্জয় সুরি, চন্দন রায় সান্যাল অভিনীত এই সাইকোলজিকাল হরর থ্রিলারটি খুবই গা ছমছমে হতে চলেছে। কেন্দ্রীয় চরিত্র কি সত্যিই ভূত দেখছে নাকি নেপথ্যে রয়েছে এক জঘন্য অপরাধের কাহিনি? ৮ এপিসোডের এই সিরিজের ট্রেলারটি ইতিমধ্যেই ওয়েব-দর্শকের চর্চার কেন্দ্রবিন্দুতে। আর কালকির ছবি দিয়ে তৈরি পোস্টারটি দেখে অনেকটাই বোঝা যায়, এই সিরিজ দেখতে দেখতে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইতে বাধ্য। স্ট্রিমিং হবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জিফাইভ অ্যাপে। দেখে নিতে পারেন এই সিরিজের ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--
কামিনী
হইচই-এর এই সিরিজের পোস্টারটি দেখেই বাংলার ওয়েব দর্শক বেশ শিহরিত। এটি একটি হরর কমেডি সিরিজ যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বরখা বিশত, সৌরভ দাস, অপ্রতিম চট্টোপাধ্যায়, পৌলমী দাস ও তৃণা সাহা। সাম্য ও অর্ণব, দুই বন্ধুর রয়েছে একটি ডিটেকটিভ এজেন্সি। কামিনী নামের এক রহস্যময়ী মহিলার রহস্যভেদ করতে তারা পৌঁছয় এক গ্রামে। আর সেখানেই আলাপ হয় স্থানীয় মেয়ে বিজলীর সঙ্গে। বিজলীর সাহায্যে রহস্যের কিনারা করতে উদ্যত হয় দুই বন্ধু। এরই মধ্যে এসে উপস্থিত সৌম্য-র প্রাক্তন বান্ধবী, যে জানে সৌম্যর অন্ধকার অতীতের কথা। সব মিলিয়ে বেশ জমজমাট প্লট। এখনও স্ট্রিমিংয়ের তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভবত ২৭ সেপ্টেম্বর আসছে এই সিরিজ।
ভালোবাসার শহর
সেপ্টেম্বরে যখন হিন্দি ও ইংরেজি সিরিজে শুধুই অপরাধ ও অ্যাকশন ভরপুর, তখন জিফাইভ অ্যাপের এই বাংলা ওয়েবসিরিজটি অনেকটা তাজা বাতাস নিয়ে আসবে ওয়েবে। সিরিজের নামটি দেখেই মোটামুটি বোঝা যায় সিরিজের বিষয়বস্তু। মোট ৮টি আলাদা আলাদা গল্প থাকবে এই সিরিজে, যার মধ্যে প্রথম চারটি গল্পের স্ট্রিমিং হবে ২০ সেপ্টেম্বর। বাকি চারটে গল্প কবে আসবে, তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ঈশা সাহা, গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, পায়েল সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, চন্দন রায় সান্যাল-সহ বাংলার বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই সিরিজের বিভিন্ন গল্পে।
বার্ড অফ ব্লাড
শাহরুখ খান প্রযোজিত নেটফ্লিক্সের এই সিরিজটি ইতিমধ্যেই ট্রেন্ডিং সোশাল মিডিয়ায়। আগামী ২৭ সেপ্টেম্বর আসছে এই স্পাই অ্যাকশন থ্রিলার। রিভু দাশগুপ্ত পরিচালিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ইমরান হাশমি, রজিত কাপুর ও সবিতা ধুলিপালা। বিলাল সিদ্দিকীর উপন্যাস 'বার্ড অফ ব্লাড' অবলম্বনেই তৈরি হয়েছে এই সিরিজ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা ও 'দ্য বিগ বং কানেকশন' ওয়েব সিরিজের নায়ক শামুন আহমেদকে। স্ট্রিমিং হবে ২৭ সেপ্টেম্বর। আর একবার দেখে নিতে পারেন সিরিজের ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--
আনবিলিভেবল
সিরিয়াল কিলারের গল্প অনেক এসেছে ওয়েবসিরিজে। এই গল্পটি কিন্তু একজন সিরিয়াল ধর্ষকের। এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই অভিযোগ খারিজ হয়ে যায়। শুধু তাই নয়, এক নিরপরাধকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে ওই কিশোরী, এই কথাই ছড়িয়ে পড়ে চারিদিকে। অথচ একের পর এক নৃশংস ধর্ষণের খবর আসে গোয়েন্দা দফতরে। তদন্তে নেমে যে সত্যগুলি সামনে আসতে থাকে তা সত্যিই অবিশ্বাস্য। এই সিরিজটি স্ট্রিমিং হবে ১৩ সেপ্টেম্বর। দেখে নিতে পারেন সিরিজের ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--
ক্রিমিনাল
এমন একটি ক্রাইম সিরিজ যেখানে অপরাধীকে বাইকে বা গাড়িতে করে ধাওয়া করা নেই, রক্ত, খুন-জখম নেই। শুধু সংলাপ, ড্রামা ও সাসপেন্সে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে দর্শকের। বিভিন্ন অপরাধে অভিযুক্ত সন্দেহভাজনদের নিয়ে আসা হবে একটি ইন্টারোগেশন রুমে। একে একে উঠে আসবে ভয়ঙ্কর সব অপরাধের ১২টি গল্প। চারটি দেশের তদন্তকারীদের টিম নির্ধারণ করবে কে দোষী আর কে নির্দোষ। আর সেখানেই রয়েছে আসল সাসপেন্স কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটাই সুযোগ পাওয়া যাবে। আগামী ১৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে এই সিরিজ। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--