Bangladesh: শেষ কিছুদিন ধরে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বরাবরের মতো এবারও ময়দানের বিরোধিতার ঝলক দেখা গিয়েছে সমাজ মাধ্যমে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে তুমুল ঝগড়া।
এই দুই দেশের খেলার অর্থই সমাজ মাধ্যমে বেশ কিছু মজার মন্তব্য এবং পাশাপাশি নানা ভয়ঙ্কর সব বক্তব্য শোনা যায়। বিশেষ করে, বাংলাদেশের জনগণ প্রতিবারের মতো এবারও হাসির কিছু মন্তব্য করেছিলেন। এবং তারপর গতবার পাকিস্তানের সঙ্গে জিতে তারা যে ভারতকে হারাতে পারবেন, একথাও জানিয়েছিলেন প্রকাশ্যে।
কিন্তু সেই আশা আর পূরণ হল না। বরং প্রথম টেস্টে ২৮০ রানে জয় পায় ভারত। বাংলাদেশ এবং ভারতে ম্যাচ মানেই নানা কিছু দেখা যায়। একদিকে, এবার ঋষভ পন্থ যেমন বাংলাদশের ফিল্ডিং সাজালেন, তেমনই অন্যদিকে বিরাট কোহলির মলিঙ্গা বক্তব্য, সব মিলিয়ে হাসি মজা কম হয়নি এই ম্যাচ নিয়ে।
কিন্তু, বাংলাদেশের হার কেন হল? এই নিয়েই প্রশ্ন করা হয়েছিল। সেদেশের মানুষরা, নিজেদের হার মেনে নিতে না পেরেই ফের একবার সরব হয়েছেন। কিন্তু, বাংলাদেশের হার কেন হল, এই নিয়েই মন্তব্য করে বসেছেন ভূমি ব্যান্ডের অন্যতম শিল্পী সৌমিত্র রায়। তিনি দীর্ঘদিন ধরে গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে আসছেন। তিনি এবার বাংলাদেশের হারের মন্তব্য করে বসেছেন।
শিল্পীর কথায়, বাংলাদেশ চেন্নাইয়ে খেলতে নেমে কেন হারলেন, তাঁর পেছনে কলা গাছ দায়ী। তিনি বলছেন, "কলা গাছ পায়নি যে! চেন্নাইয়ে নারকেল গাছ বেশি।" শিল্পী কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন, তা অনেকের জানা। এক মহিলা বলেছিলেন, ভারতের বিরুদ্ধে যদি কলাগাছ থেকে তবে তারা কলাগাছকে সাপোর্ট করবে। তারপরেই শুরু হয় মিমের বন্যা। সেকথাই আবার মনে করিয়ে দিলেন সৌমিত্র।