Bhupinder Singh: সুরের আকাশে ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং

চরম শোকের ছায়া সঙ্গীতজগতে।

চরম শোকের ছায়া সঙ্গীতজগতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Singer Bhupinder Singh, Bhupinder Singh passes away, Bhupinder Singh death, খ্যাতনামা গায়ক ভূপিন্দর সিং, প্রয়াত ভূপিন্দর সিং, গজল শিল্পী ভূপিন্দর সিং

প্রয়াত গজল শিল্পী ভূপিন্দর সিং

ফের বিনোদুনিয়ায় দুঃসংবাদ। প্রয়াত খ্যাতনামা গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh Death)। গজল শিল্পী হিসেবে তাঁর ভূবন ভোলানো কণ্ঠ চিরকাল মনে রাখবেন শ্রোতারা।

Advertisment

সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং। গজল শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া সঙ্গীতজগতে। মঙ্গলবার ভূপিন্দর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন (Bhupinder Singh Last rites) হবে বলে জানান তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং।

<আরও পড়ুন: ‘২২ বছরের বিয়েও ভুলে যেতে পারে..’, হিরণের স্ত্রীয়ের ‘বিস্ফোরক’ পোস্ট>

বেশ কয়েকদিন ধরে রোগে ভুগছিলেন বলে খবর। সোমবার চিরতরের জন্য বিদায় নিলেন গজল শিল্পী ভূপিন্দর সিং। ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক দীপক নমযোশি জানান, দিন দশেক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূপিন্দর সিং। কোলন ক্যান্সারে ভুগছিলেন। করোনা টেস্ট করানো হয় প্রবীণ শিল্পীর। দিন পাঁচেক আগেই করোনার রিপোর্ট পজিটিভ আসে।

Advertisment

এছাড়া মূত্রনালী ও শ্বাসনালীতে সংক্রমণের জেরে আরও অসুস্থ হয়ে পড়েন। তবে প্রাথমিকভাবে তার কোলন ক্যান্সার ছিল। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বায়োপসি করতে পারেননি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জন্ম অমৃতসরে। বাবার কাছেই গানের তালিম শুরু। ভূপিন্দর সিং তাঁর কেরিয়ারের শুরুয়াৎ করেন অল ইন্ডিয়া রেডিও থেকে। দিল্লি দূরদর্শন সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন শিল্পী। 'দিল ঢুনঢতা হ্যায়', 'নাম গুম জায়েগা', 'এক আকেলা ইস শহর মে', 'বিতি না বিতাই 'রয়না'-এর মতো একাধিক জনপ্রিয় বলিউডি গান তাঁর কণ্ঠে শ্রোতারা চিরকাল মনে রাখবেন। শুনুন ভূপিন্দরের গাওয়া অন্যতম জনপ্রিয় গান --

bollywood Entertainment News