Saroj Khan: এবার রুপোলি পর্দায় কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক

বলিউডের 'মাস্টারজি' সরোজের পয়লা মৃত্যুবার্ষিকীতে বায়োপিকের ঘোষণা।

বলিউডের 'মাস্টারজি' সরোজের পয়লা মৃত্যুবার্ষিকীতে বায়োপিকের ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
Saroj Khan, Saroj Khan death anniversary, T-Series, Bhushan Kumar, Bollywood, Bollywood News, সরোজ খান, সরোজ খানের মৃত্যুবার্ষিকী,

কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক

৩ জুলাই, গতবছর ঠিক এই দিনটিতেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন বলিউডের (Bollywood) প্রিয় মাস্টারজি সরোজ খান (Saroj Khan)। আর আজ তাঁর পয়লা মৃত্যুবার্ষিকীতেই ঘোষণা হল বায়োপিকের। সরোজ খানের জীবনকাহিনী অবলম্বনে বায়োপিক তৈরি হচ্ছে। নেপথ্যে প্রযোজনা সংস্থা টি-সিরিজ।

Advertisment

মৃত্যুবার্ষিকীতে বলিউড কোরিওগ্রাফারকে অভিনব শ্রদ্ধার্ঘ্য টি-সিরিজ-এর। শনিবারই প্রযোজনা সংস্থার তরফে মাস্টারজির বায়োপিকের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সরোজের তিন সন্তান রাজু, সুকন্যা এবং হিনার কাছ থেকে সরোজের জীবনকাহিনী রুপোলি পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনুমতি নিয়েছেন প্রযোজক ভূষণ কুমার। সূত্রের খবর, স্বত্বও কেনা হয়ে গিয়েছে।

<আরও পড়ুন: Amir Khan-Kiran Rao: ১৫ বছরের দাম্পত্যে ছেদ! ডিভোর্স ঘোষণা আমির-কিরণের >

Advertisment

বলিউডের মাস্টারজি'র বায়োপিক যখন, তখন সেই সিনেমা নিয়ে যে দর্শকদের একটা আলাদা কৌতূহল থাকবে, তা বলাই যায়। কাকে দেখা যাবে এই কিংবদন্তীর চরিত্রে? তা নিয়ে জোর জল্পনা বলিউডে। যদিও সেই বিষয়ে প্রযোজনা সংস্থা মুখে কুলুপ এঁটেছে। তবে খুব শিগগিরিই সরোজ খানের বায়োপিক নিয়ে বিশদে জানানো হবে বলে জানিয়েছে টি সিরিজ।

সরোজ খানের আসল নাম জানেন? বাবা-মায়ের দেওয়া নাম নির্মলা নাগপাল। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি সরোজ খান বলেই পরিচিত। সবার প্রিয় ‘মাস্টারজি’ তিনি। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো একাধিক জনপ্রিয় নায়িকার নৃত্যছন্দ যখন আসমুদ্র হিমাচল দুলিয়েছিল, তার নেপথ্য কিন্তু এই মানুষটিই ছিলেন- ‘নাচের রানি’। যাঁর কাছ থেকে তালিম নিয়ে বলিউডের নায়িকারা ক্যামেরার সামনে দুর্ধর্ষ পারফর্ম্যান্সে দর্শকদের মন মাতাতেন। আজ সেই খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বায়োপিকের ঘোষণা করল টি-সিরিজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood saroj khan Bollywood News T-series Bhushan Kumar