সলমন ছাড়াই ভাইরাল ভুতু ভাইজান

ছবির গান ভুতু ভাইজান এবার ভাইরাল হল। সলমনের খানের স্টাইলে নেচে সুপারহিট ছবির ভুতু। মন দিয়ে গান গেয়েছে শ্রেয়ানও।

ছবির গান ভুতু ভাইজান এবার ভাইরাল হল। সলমনের খানের স্টাইলে নেচে সুপারহিট ছবির ভুতু। মন দিয়ে গান গেয়েছে শ্রেয়ানও।

author-image
IE Bangla Web Desk
New Update
Haami

খুদে তারকাদের নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি হামি। সে ছবির গান ভুতু ভাইজান এবার ভাইরাল হল। সলমনের খানের স্টাইলে নেচে সুপারহিট ছবির ভুতু। মন দিয়ে গান গেয়েছে শ্রেয়ানও।

Advertisment

প্রসঙ্গত, শিবু-নন্দিতার রামধনু ছবির সিক্যুয়েল হামি। শিবপ্রসাদ নিজে অভিনয় করেছেন এই ছবিতে। ছবিতে শিবুর বিপরীতে গার্গী রায়চৌধুরী। এছাড়াও দেখা যাবে তনুশ্রী শঙ্কর, অপরাজিতা আঢ্য, দেবলীনা কুমার এবং আরও অনেকে। শিবপ্রসাদ-নন্দিতার ছবি ভুতু মুক্তি পাবে সামনেই। তার আগেই ভাইরাল হয়ে গেছে ছবির গান ভুতু ভাইজান। অরিন্দমের পরিচালনায় এই গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত শ্রেয়ান ভট্টাচার্য।

এর আগে রামধনুর রিমেক হয়েছে হিন্দি ও দক্ষিণের সিনেমায়। শিবু-নন্দিতার সিনেমা মানেই ১০০ দিনের সেঞ্চুরি। তাই এই ছবি নিয়েও আসা টিম হামির। ছবি মুক্তির অপেক্ষায় দর্শকও।

tollywood