রানাঘাট শহরের বেচু চক্রবর্তীর একটা হোটেল, আর তাতে রন্ধন কর্তা হাজারী ঠাকুর। আদর্শ হিন্দু হোটেলের গল্প কে না জানে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখনীর বুনটে বইয়ের পাতা থেকে কখন যে, প্রতিটা চরিত্র মানুষের মণিকোঠায় স্থান পেয়েছে তা বলা সম্ভব না। এবার, সেই আদর্শ হিন্দু হোটেল নিয়েই তৈরি হতে চলেছে সিরিজ।
১৯৫৭ সালে এই বইয়ের অবলম্বনেই তৈরি হয়েছিল সিনেমা। পরিচালনা করেছিলেন অর্ধেন্দু সেন। হাজারি ঠাকুরের ভূমিকায় ছিলেন ধীরাজ ভট্টাচার্য। এবার, নতুন সিরিজের পালা। পরিচালক অরিন্দম শীল। হাজারি ঠাকুরের ভূমিকায় এবার থাকছেন ওপার বাংলার চেনা মুখ, মোশাররফ করিম। এবং অনন্যা চট্টোপাধ্যায় থাকছেন পদ্ম ঝির ভূমিকায়।
সিরিজ যখন, টানটান উত্তেজনা তো থাকবেই। প্রসঙ্গে, পরিচালক সাহেব জানিয়েছেন, তৎকালীন প্রেক্ষাপটকে মাথায় রেখেই সিরিজটি বানানো হবে। নইলে, বিভূতিভূষণের গল্পের সঙ্গে মানানসই হবে না। পরিচালকের কথায়, যেদিন থেকে সংলাপ চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন সেদিন থেকেই মোশাররফ এর কথা মাথায় ছিল তাঁর। আর অন্যদিকে, খুব বাছাই করেই কাজ করেন অনন্যা। তাই, অনন্যাকে নিয়ে একদম অন্যরকম একটা কাজ করার প্ল্যানিং ছিল তাঁর। সেদিকে, অভিনেত্রী নিজেও রাজি।
আরও পড়ুন - পাহাড়ে কেলেঙ্কারি! হোটেল থেকে বেরোতেই বিপদ, শেষে অজগরের মুখে সৌমীতৃষা?
ডিসেম্বরের দিকেই শুরু হতে পারে শুটিং। এছাড়াও এই সিরিজে থাকবেন লোকনাথ দে, থেকে সামিউল আলম, উশশী রায় অনেকেই। ওটিটি তে মুক্তি পাবে এই সিরিজটি। প্রসঙ্গত, এই সিরিজটি যে অরিন্দমের একদম স্বপ্নের কাজ সেকথাও পরিচালক জানিয়েছেন।
আদর্শ হিন্দু হোটেল, আসলে এক বামুন ঠাকুরের নিজের পরিচয় তৈরি করার গল্প। সে কিভাবে নিজের একটি হোটেল খাড়া করে, হাজার বাধা বিপত্তি পেরিয়ে সবকিছু নিজের আয়ত্বে অনে তাঁর গল্প। বইটি পড়লে জানা যায়, হাজারি ঠাকুর একদম অসৎ কাজের পক্ষে নয়। বরং পদ্ম ঝি যে রোজ, খাবার চুরি করতেন কিংবা যারা ধার বাকিতে কারবার করতেন এসব তাঁর একদম পছন্দ ছিল না। এখন মোশাররফ কতটা এই চরিত্রে নিজেকে জাস্টিফাই করতে পারেন সেটাই দেখার।