Advertisment
Presenting Partner
Desktop GIF

Bidipta Chakraborty: অনশনের মঞ্চে বসে মা ও মেয়ে, সোমরীকে কী পরামর্শ দিলেন বিদীপ্তা?

Bidipta to Somri: মেয়েকেও এমন এক শিক্ষা দিলেন, যা তাঁর ভবিষ্যতে কাজে লাগবে বলেই দাবি করা যায়। অনশন মঞ্চে বসে মা মেয়ে, সেখান থেকেই একটি ছবি শেয়ার করলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bidipta with somri

Bidipta-Somri: মেয়ের উদ্দেশ্যে কী লিখলেন তিনি?

মা যখন সেরা অভিনেত্রী, তখন তাঁর কাছ থেকে অভিনয়ের প্রো টিপস পাওয়া যেতেই পারে। কিন্তু, মায়ের কাছ থেকে বাস্তব জীবনের কিছু গুরুতর শিক্ষা পাওয়া যেকোনও সন্তানের কাছে আলাদাই মর্যাদা রাখে। অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী এক্কেবারে যেন তাই। কারণ, মেয়েকে যে শিক্ষায় ব্রতি করছেন তিনি, তা তারিফ করতে হয়।

Advertisment

বিদীপ্তা প্রথম থেকেই যেভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেটিকে সক্রিয় ভূমিকায় থাকাই বলা যেতে পারে। একদিকে যখন তিনি নারী প্রতিবাদের হয়ে গলা মিলিয়েছিলেন, তেমনই রাস্তায় রাতের পর রাত অবস্থান বিক্ষোভ করতেও দেখা গিয়েছে তাঁকে। আবার, খেয়াল করলে দেখা যাবে অনশন মঞ্চেও তিনি একজন যারা ২৪ ঘণ্টার অনশন করেছিলেন।

অভিনেত্রী হিসেবে তো বটেই, সেকদিন যেভাবে নিজেকে পথে নামিয়ে আন্দোলনে গা ভাসিয়েছিলেন, তাতে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি। আর এবার মেয়েকেও এমন এক শিক্ষা দিলেন, যা তাঁর ভবিষ্যতে কাজে লাগবে বলেই দাবি করা যায়। অনশন মঞ্চে বসে মা মেয়ে, সেখান থেকেই একটি ছবি শেয়ার করলেন।

আসলে আজ তাঁর বড় মেয়ে সোমরীর জন্মদিন। সেই উপলক্ষেই তিনি শুভেচ্ছা জানালেন। মেয়েকে উদ্দেশ্য করে লিখলেন, "শুভ জন্মদিন সোমরী। জীবনে ভালো খারাপ যাই আসুক মসৃণভাবে সেসব পেরিয়ে তোমার জীবনটা সুন্দর করে গড়ে নিও। তুমি যেমন মানুষ ঠিক তেমনই থেকো।"

মেয়েকে বড় করতে যে ধরনের শিক্ষা দেওয়ার প্রয়োজন, ঠিক সেটাই করে আসছেন তিনি। দুই মেয়েকে নিয়ে সুখে সংসার সাজিয়েছেন। অভিনয় জীবনের পাশাপাশি আর যাই হোক, মেয়েদেরকে নিয়ে মাঝে মধ্যেই এদিক ওদিক বেরিয়ে পড়েন তিনি।

Tollywood Actress Bidipta Chakraborty tollywood news
Advertisment