Advertisment

রেশমা পাঠানের চরিত্রে বিদিতা বাগ, সৌজন্যে 'দ্য শোলে গার্ল'

ভারতের প্রথম স্টান্টওম্যান রেশমা পাঠানকে পর্দায় চিত্রায়িত করবেন বিদিতা বাগ। জি ফাইভের নতুন ওয়েব সিরিজ 'দ্য শোলে গার্ল' মুক্তি পাবে ৮ মার্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bidita Bag

জি ফাইভের অরিজিনাল ওয়েব সিরিজে দেখা যাবে বিদিতা বাগকে।

আন্তর্জাতিক নারী দিবসে জি ফাইভ নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ। ভারতের প্রথম মহিলা স্টান্টওম্যানের ওপর চিত্রায়িত হয়েছে এই সিরিজ। রেশমা পাঠানের জীবনের গল্পকে সম্বল করেই তৈরি হয়েছে চিত্রনাট্য। সম্প্রতি মুক্তি পেল 'দ্য শোলে গার্ল'-এর ট্রেলার। ভারতের প্রথম স্টান্টওম্যান রেশমা পাঠানকে পর্দায় চিত্রায়িত করবেন বিদিতা বাগ। জি ফাইভের নতুন ওয়েব সিরিজ 'দ্য শোলে গার্ল' মুক্তি পাবে ৮ মার্চ।

Advertisment

কেন শোলে গার্ল হিসাবে পরিচিত ছিলেন রেশমা পাঠান? ট্রেলারের শুরুটাই হয় 'শোলে'-র সেই বিখ্যাত অ্যাকশন সিকুয়েন্স দিয়ে। ছবিতে হেমা মালিনীর বডি ডাবল হিসাবে কাজ করেছিলেন রেশমা। বাসন্তীর পোশাকে শট দিচ্ছেন রেশমা, ঠিক তার পরের মূহুর্তেই দেখা গেল স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন, যোদ্ধা নারীদের উপর ট্রিলজি তৈরি করবেন কঙ্কনা রানাওয়াত

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের চরিত্র নিয়ে বিদিতা লিখেছিলেন, ''এইবারের আন্তর্জাতিক নারীদিবস বেশ অ্যাকশন প্যাকড হবে''। সম্প্রতি, জি ফাইভ আরও একটি অরিজিনাল সিরিজ তৈরি করেছে, 'দ্য ফাইনাল কল'। এই সিরিজে অর্জুন রামপাল রয়েছেন মুখ্য ভূমিকায়। এছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় স্ট্রিমিং হচ্ছে 'শরতে আজ'।

Read the full story in English 

bollywood Women's Day web series
Advertisment