হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সকালে মুম্বইয়ের কুপার হাসপাতাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রে খবর, ঘুমনোর আগে ওষুধ খেয়েছিলেন তিনি, কিন্তু আর ঘুম থেকে ওঠেননি বৃহস্পতিবার সকালে। প্রাথমিক অনুমান ঘুমের মধ্যেই হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
Advertisment
ইন্ডিয়ান এক্সপ্রেসকে কুপার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, সিদ্ধার্থকে আধ ঘণ্টা আগেই মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত এখনও শুরু হয়নি। যেহেতু পুলিশি প্রক্রিয়া এখনও চলছে।
প্রসঙ্গত, ২০০৮ সালের কথা। 'বাবুল কা আঙ্গন' ছোটে ধারাবাহিকের মাধ্যমে হিন্দি সিরিয়ালের জগতে পা রেখেছিলেন সিদ্ধার্থ। এছাড়াও, 'আহাট', 'লাভ ইউ জিন্দেগি', 'সিআইডি'র মতো একাধিক খ্যাতনামা সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন তিনি। যদিও জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'বালিকা বধূ'র মাধ্যমেই সিদ্ধার্থ শুক্লা টেলিদর্শকদের অন্দরমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন। যেখানে তাঁকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। পাশাপাশি 'ঝলক দিখলা যা' সিজন ৬, 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট', 'খত্রোঁ কে খিলাড়ি ৭', 'বিগ বস ১৩' এবং 'বিগ বস ১৪'-র মতো রিয়ালিটি শোয়েও অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৪০ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন সিদ্ধার্থ।