বিগ বস থেকে ছিটকে গেলেন সুরভি রানা

সবথেকে কম ভোট পেয়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেন সুরভি রানা। বিগ বস ১২ সেরা পাঁচ জন প্রতিযোগী হলেন শ্রীসান্থ, দীপক ঠাকুর, দীপিকা কক্কর, করণবীর বোহরা ও রোমিল চৌধুরি।

সবথেকে কম ভোট পেয়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেন সুরভি রানা। বিগ বস ১২ সেরা পাঁচ জন প্রতিযোগী হলেন শ্রীসান্থ, দীপক ঠাকুর, দীপিকা কক্কর, করণবীর বোহরা ও রোমিল চৌধুরি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শেষ পাঁচে পৌঁছতে ব্যর্থ সুরভি রানা।

বৃহস্পতিবার সলমন খানের শো থেকে বেরিয়ে গেলেন সুরভি রানা। বিগ বস ১২ এর শেষ পাঁচে পৌঁছতে ব্যর্থ হলেন তিনি। এদিন সলমন খান নিজে নাম ঘোষনা করলেন তার। বাকি যে পাঁচ জন শেষ সপ্তাহের জন্য টিকে গেলেন তারা হল শ্রীসান্থ, দীপক ঠাকুর, দীপিকা কক্কর, করণবীর বোহরা ও রোমিল চৌধুরি। তবে সুরভির আউট হয়ে যাওয়া আশা করেছিলেন দর্শক। কারণ তার ক্ষোভ দেখানোর ব্যক্তিত্ব ও নকল পারসোনালিটি নিয়ে বাইরে ট্রোলড হচ্ছিলেন সুরভি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ভোটের পোল অনুযায়ীও সবথেকে বেশি ভোট পেয়েছিলেন সুরভি (৫০.৭৮ শতাংশ), তারপরেই ছিলেন রোমিল (১৩.৭১ শতাংশ), করণবীর (১১.৬৮ শতাংশ), দীপিকা(১১.২৩ শতাংশ), দীপক (৬.৪২ শতাংশ) ও শেষে শ্রীসান্থ (৬.১৭ শতাংশ)।

আরও পড়ুন, সৌরভের সঙ্গে একফ্রেমে পর্দার ধোনি

Advertisment

সুরভি রানা ও কৃতি শর্মা বিগ বসের আউট হাউসের সদস্য হয়ে এসেছিলেন। পরে অবশ্য হিমাচল প্রদেশের এই ডেন্টিস্ট ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে ফিরে আসেন রোমিল চৌধুরির সঙ্গে। ২৬ বছরের সুরভির বন্ধুত্ব হয় রোমিলের সঙ্গে। একসাথে তারা হ্যাপি ক্লাবও তৈরি করেন। পরের দিকে অবশ্য নিজের অত্যন্ত অ্যাগ্রেসিভ ব্যবহারের কারণে কোণঠাসা হতে থাকেন সুরভি। ঘরের সদস্যরা তার ব্যক্তিত্বকে নকলও বলেছেন বহুবার।

শেষের দিকে জাতীয় টেলিভিশনের পর্দায় নিজের ব্যক্তিত্ব ভাল দেখাতে চাইলেও শেষরক্ষা করতে পারলেন না। বেরিয়ে গেলেন বিগ বসের ঘর থেকে। প্রসঙ্গত, রবিবার হবে বিগ বস ১২র গ্র্যান্ড ফিনালে। এই মহাসপ্তাহে ট্রফি কার হাতে ওঠে এখন তারই অপেক্ষায় দর্শক।

Read the full story in English 

salman khan Bigg Boss