Himanshi Khurana Health Update: হিন্দি টেলভিশনের অত্যন্ত পপুলার শো বিগ বস। এই মুহূর্তে চলছে বিগ বস সিজন ১৮। এই শো ঘিরে দর্শকের যেমন উৎসাহ থাকে তেমনি বিগ বসের সদস্যদের জীবনও হয়ে ওঠেন আলোচ্য বিষয়। ঠিক সেই কারণেই বিগ বস গার্ল হিমাংশি খুরানা হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।
বিগ বস ১৩-র ঘরের সদস্য পঞ্জাবি অভিনেত্রী হিমাংশি হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে হাতে রয়েছে স্যালাইনের নল। এই অবস্থাতেই চলছে মেক-আপ! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু, সত্যি। একদিকে হিমাংশুর অসুস্থতার খবরে চিন্তিত, অন্যদিকে তাঁর কীর্তিতে মজার প্রতিক্রিয়া দিয়েছেন অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন হিমাংশি। প্রথমটি আয়না নিয়ে নিজের মুখ দেখছেন। আর দ্বিতীয় ছবিতে লিপস্টিক লাগাতে দেখা যাচ্ছে তাঁকে। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবির কমেন্ট বক্সজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, 'এসব করে লাভ নেই।
চিকিৎসক টাকার পরিমান কমাবেন না।' কেউ আবার হিমাংশির পক্ষ নিয়ে লিখেছেন, 'যাই হয়ে যাক না কেন, মেয়েদের কাছে লিপস্টিকের একটা আলাদা মর্ম আছে'। হিমাংশির প্রাক্তন প্রেমিক অসীম রিয়াজকে উদ্দেশ্য করে এক ব্যক্তির কমেন্ট, 'অসীম ভাই, হিমাংশি কেমন আছে একবার জিজ্ঞাসা করুন'।
নেটপাড়ার এক সদস্য মজা করে লেখেন, 'মৃত্যুর মুহূর্তের আগে পর্যন্ত মেয়েরা মেক-আপ করবে। না হলে তো শেষযাত্রায় যাওয়া যাবে না '। প্রসঙ্গত, বিগ বস ১৩-এর ঘরে অসীমের সঙ্গে পরিচয় হিমাংশির। সেই সময় দীর্ঘ নয় বছরের সম্পর্কে ছিলেন তিনি। অসীমের প্রেমের প্রস্তাবে পুরনো সম্পর্ক ভেঙে দেন। এখন তো হিমাংশির জীবনে অসীমও 'প্রাক্তন'।
কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি হিমাংশি। তবে এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন PCOS-এ ভুগছিলেন। যা তাঁর কেরিয়ারে ভীষণভাবে প্রভাব ফেলেছিল। এই মুহূর্তে হিমাংশির অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।