/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/koena-mitra-759.jpg)
কোয়েনা মিত্র।
সবে পাঁচটা দিন কেটেছে বিগ বসের তারমধ্যেই চর্চিত হয়ে উঠেছে এই শো। একে অপরের সঙ্গে বিবাদ চরমে উঠেছে। পুরনো সম্পর্ক নিয়ে সেখানে বিস্ফোরক কথা বললেন অভিনেত্রী কোয়েনা মিত্র। বিয়ে ও ভালবাসা নিয়ে নিজের ভাবনার কথাও জানালেন অভিনেত্রী। দলজিৎ কৌর এবং আরতি সিংয়ের পুরনো সম্পর্ক তাদের মনে ভয়ের সঞ্চার করেছে। টার্কিতে থাকার সময়ে একজনের সঙ্গে ডেট করতেন তিনি। তাঁকে একদিন নাকি বাথরুমে বন্ধ করে রেখেছিলেন তাঁর প্রেমিক। মজা করে বলেছিলেন, তাঁর পাসপোর্ট পুড়িয়ে দেবেন যাতে কোনওদিন সে ভারতে ফিরতে না পারে।
সিনিয়র হিসাবে কোয়েনা অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ও রেশমী দেশাইদের পাশে দাঁড়িয়েছেন, যখন সিদ্ধার্থ দে তাদের হাতে কাজ নেই সেইজন্যেই এই শোয়ে এসেছেন বলেছেন আক্রমণ করেছেন। কোয়েনা বোঝাতে চেয়েছিলেন কারও পেশা নিয়ে এভাবে কথা বলাটা অনুচিত আর তাতেই রেগে গিয়েছেন সিদ্ধার্থ। বিগ বসের বাড়িতে তাঁর থাকার কোনও ইচ্ছে নেই বলে জানিয়ে দেন অভিনেতা। বলেন, ''আমি এখানে থাকতেই চাইনা। বাড়ির কাজের লোককে সাতদিন পরে আসতে বলেছি।''
Support karne wali @TheRashamiDesai par hi bhadak gaye #SiddharthDey!
Dekhiye kyon, aaj raat #BiggBoss13 mein 10:30 baje.
Anytime on @justvoot@Vivo_India@BeingSalmanKhan#BiggBoss#BB13#SalmanKhanpic.twitter.com/YMwIsCAQwU— COLORS (@ColorsTV) October 4, 2019
আরও পড়ুন, বিগ বস ১৩-র ১৪ জন প্রতিযোগী কারা, কী বলছে বলিউডের জল্পনা
এদিকে মাহিরা শর্মা ও শেহনাজ গিলের মধ্যে বিবাদ শুরু হয়। প্রভাষ ছাবরার সঙ্গে বন্ধুত্ব নিয়ে বচসার জড়ান তারা। শাহনাজের শরীর নিয়েও কথা বলেন মাহিরা, প্রত্যুত্তরে মাহিরার ড্রেসিং সেন্স নিয়ে কথা শোনান শাহনাজ।