Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss 17 Finale Date: ভয়ঙ্কর বাদানুবাদ, টিকিট টু ফিনালের জন্য চুলচেরা হিসেব! প্রকাশ্যে 'বিগ বস' ফাইনালের তারিখ…

Bigg Boss 17 Finale Date Confirmed- বিগ বসের ঘরে এবার বচসা তুঙ্গে! অঙ্কিতা মুনওয়ারের মধ্যেও বিবাদ, এবার জিতবে কে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss, Bigg Boss 17,Bigg Boss 17 finale, Bigg Boss 17 finale date, Bigg Boss 17 finale time

Bigg Boss 17 Finale Date: কবে হতে চলেছে ফাইনাল?/ ইনস্টাগ্রাম

Bigg Boss 17 Finale Date: অবশেষে সময় ক্রমশ আসন্ন! বিগ বসের ফাইনাল অনুষ্ঠিত হতে আর বেশি দেরি নেই। সূত্রের খবর এই মাসেই শেষ হতে চলেছে বিগ বস ১৭। কবে হতে পারে ফাইনাল?

Advertisment

বিগ বস ফিনালে উইক ( Bigg Boss Finale Week ):-

টিকিট টু ফিনালে নিয়ে শুরু হয়ে গিয়েছে লড়াই। এখন আর কেউ কারওর সাপোর্টে না। অঙ্কিতার ( Ankita lokhande ) সঙ্গে মুনাওয়ারের ( Munawar Faruqi ) বন্ধুত্বও ক্রমশ অধগতিতে। আরেকদিকে, চিন্টু বেরিয়ে যাওয়ার পর মন খারাপ ইশার। মান্নারার ( Mannara Chopra ) সঙ্গে যখন তখন তিনি লড়ে যাচ্ছেন। ফাইনাল সপ্তাহের লড়াই শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গেই শুরু নানা ট্রিকস এবং টুইস্ট।

প্রকাশ্যে ইশাকে ( Isha Malviya ) বলতে শোনা যায়, মান্নারার কোনও যোগ্যতা নেই এই ফাইনাল সপ্তাহ অবধি আসার। উল্টোদিকে, ইশাও যে সামর্থ আর অভিষেকের হাত ধরেই এই অবধি পৌঁছেছে সেকথাও উড়ছে ঘরে। বেশ উত্তেজনা গোটা বাড়ি জুড়ে।

আরও পড়ুন - Ankita Lokhande-Viki Jain: বর হিসেবে বর্বর ভিকি! মায়ের কথায় নাচেন? অঙ্কিতার পাশে অনড় করণ জোহর

কবে হতে পারে ফাইনাল পর্ব ( Final Episode of Bigg Boss )?

এখনও সেই ঘরে রয়েছেন ৮ জন সদস্য। সেখান থেকে ফাইনালে যাবেন ৫ জন। টিকিট টু দ্যা ফিনালের জন্যই লড়ছেন প্রতিযোগীরা। সূত্র বলছে, জানুয়ারি মাসের ২৮ তারিখ হতে চলেছে ফাইনাল পর্ব। সেদিনই এবারের বিজেতা কে সেই ঘোষণা করা হবে।

কেন আলোচনায় ছিল এবারের বিগ বস ( Bigg Boss 17 )?

এবারের বিগ বস আলোচনায় ছিল নানা কারণে। প্রথমে ইশা সামর্থ এবং অভিষেকের লাভ ট্রায়াঙ্গেল। তারপর, অঙ্কিতা তার শাশুড়ি এবং ভিকির ( Viki Jain ) মধ্যে চূড়ান্ত বাদানুবাদ। এবং পরবর্তীতে, মুনাওয়ার এবং মান্নারার সঙ্গে তাদের বন্ধুত্ব নানা বিতর্কের জন্ম দিয়েছে। তবে, সলমন ( Salman Khan ) নিজেও এক ইঞ্চি জায়গা ছাড়েননি। সময়মত, কথাও শুনিয়েছেন ভাইজান।

viki jain Munawar Faruqui Ankita Lokhande Bigg Boss OTT salman khan bollywood Entertainment News
Advertisment