Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss 17 Grand Finale: সাড়ে তিনমাসের অপেক্ষার অবসান! ঝগড়া-মারামারির বাঁধা কাটিয়ে বিগ বস বিজেতা মুনাওয়ার ফারুকি

Bigg Boss Season 17 Grand Finale Updates: কত টাকা প্রাইজ পেলেন? আর কী কী সুবিধা পাচ্ছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss 17, Bigg Boss 17 Finale, Bigg Boss Grand Final

Bigg Boss Season 17 Finale: জিতলেন মুন্না

অবশেষে অপেক্ষার অবসান! সাড়ে তিন মাসের যাত্রা শেষ। সলমন জানিয়ে দিলেন হাজারো লড়াই - বাদানুবাদের পর কে জিতলেন বিগ বসের এই সিজন। হাত তুলেই বিজয়ীর নাম প্রকাশ্যে আনলেন সলমন। জিতলেন মুনাওয়ার ফারুকি

Advertisment

প্রায় সাড়ে তিনমাস! একসঙ্গে থাকতে গিয়ে যা করেছেন তারা, সলমন নিজেও হতবাক। তবে, বিজয়ীর নাম ঘোষণা করতে গিয়ে দেখা গেল বেশ উৎফুল্ল সলমন। সামনেই শুরু হবে কিনা নতুন সিজন, সেই প্রশ্নও করলেন। এতবছর ধরে যা সম্মান অর্জন করেছেন সেই সব প্রায় মাটিতে। বিগ বস থেকে বেরোলেও দর্শক সেগুলি ভোলেন না।

প্রথম থেকেই ছিল, ধারণা। এবার, কে জিততে পারেন সেই নিয়ে আলোচনা ছিল মারাত্মক। আগেই তো, মুনাওয়ার এবং অভিষেককে অনেকে বিজেতা ঘোষণা করেছিলেন। তবে এবার প্রকাশ্যে এল আসল বিজেতার নাম। আর ধারণা, ঠিক যেমন ছিল হলও তাই। এবারের ট্রফি নিয়ে বাড়ি গেলেন মুন্না। মারপিট, ধস্তাধস্তি, চারিত্রিক খোঁটা দেওয়ার পর অবশেষে এবারের সিজন শেষ।

উল্লেখ্য, সলমন যেন নিজেও অশান্তিতে থাকেন এই শো নিয়ে। কীভাবে, আবার এমন চিৎকার চেঁচামেচি সহ্য করবেন? সেই নিয়েও নানা লড়াই চলতে থাকে। তবে, এবার কী কী পেলেন বিজেতা? ৫০ লক্ষ টাকার চেক এবং হুন্ডাই গাড়ির চাবি সলমন তুলে দিলেন তাঁর হাতে।

Entertainment News Bigg Boss OTT Munawar Faruqui
Advertisment