Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss-Ekta Kapoor:'সবই মাথায় নিয়ে নাচবে তোমায়?' বিগ-বসের ঘরে সলমনের জায়গায় একতা, কাকে নারী-পুরুষের ভেদাভেদ তুলে জ্ঞান দিলেন তিনি?

Ekta Kapoor on Bigg Boss: একতা ভিভিয়ানের সঙ্গে তাঁর অতীতের যে সম্পর্ক সেকথাই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন। অভিনেতাকে লঞ্চ করেছিলেন একতা। তাই তিনি বলেন, "ভিভিয়ান, আমার তোমায় কিছু..."

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ekta kapoor bigg boss

Bigg Boss-Ekta Kapoor: বিগ বসের মঞ্চে একতা, যা কাণ্ড করলেন...

সলমন খান এই সপ্তাহে রিয়েলিটি শো বিগ বস ১৮-এর উইকেন্ড কা ভার হোস্ট করেননি। শোটিতে একতা কাপুর এবং রোহিত শেঠিকে পা রাখতে দেখা গেছে। একটি নতুন প্রোমোতে দেখা যাচ্ছে একতা বিগ বস ১৮-এর প্রতিযোগীদের সাথে আলাপচারিতা করছেন এবং ভিভিয়ান ডিসেনাকে আক্রমণ করছেন। তিনি চাহাত পান্ডে, রাজা দালাল এবং অবিনাশ মিশ্রের সাথেও নানা সমস্যার উত্থাপন করেন। 

Advertisment

একতা ভিভিয়ানের সঙ্গে তাঁর অতীতের যে সম্পর্ক সেকথাই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন। অভিনেতাকে লঞ্চ করেছিলেন একতা। তাই তিনি বলেন, "ভিভিয়ান, আমার তোমায় কিছু  জিজ্ঞাসা করার অধিকার আছে কারণ আমি তোমাকে লঞ্চ করেছিলাম।" 

বিগ বস ১৮ শোতে একতা কাপুরকে ভিভিয়ানের ঔদ্ধত্যের জন্য সমালোচনা করতে দেখা গিয়েছিল এবং তিনি বলেছিলেন, "আপনি যদি ১০ বছর ধরে কাজ করেন, তাহলে কি? বাড়ির প্রত্যেকের উচিত আপনাকে মাথায় উঠিয়ে নাচতে হবে?" ভিভিয়ান আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করলে, একতা যোগ করেন, "তাহলে, আপনি কার কাছে আপনার কাজের এই গর্ব দেখাচ্ছেন?"

একতা চাহাত পান্ডের কথাও উল্লেখ করে বলেন, "আমি এই প্রসঙ্গটি উত্থাপন করতে চাই যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। "আপনি শুধু একজন মেয়ে নন, আপনি এখানে একজন খেলোয়াড়। আপনি এখানে এটিকে পুরুষ এবং মহিলার সমস্যা করতে পারবেন না। আপনি বাড়ির সমস্ত মহিলার হয়ে কথা বলছেন, তবে আপনাকে নিজের জন্য লড়াই করতে হবে।" 

উল্লেখ্য, ঘরের ভেতর আসর জমে উঠেছে। অবিনাশ মিশ্র অনেকের চক্ষুশূল। তাঁকে নিয়ে অনেকেরই নানা সমস্যা রয়েছে। অন্যদিকে, আফরিন শাহ তিনিও যা কাণ্ড-কীর্তি করছেন, সলমন শেষ দুই সপ্তাহে যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন সকলের ওপরে। 

ekta kapoor Bigg Boss OTT Bigg Boss
Advertisment