Advertisment

Vivian Dsena's Wife: Bigg Boss এর বিজেতা নয়, স্বামী ভিভিয়ান রানার্স আপ হতেই মেজাজ হারালেন তাঁর স্ত্রী?

Vivian Dsena - Bigg Boss: গতকাল রাত থেকেই যদিও বা এই নিয়ে সমাজ মাধ্যমে ভয়ঙ্কর শোরগোল। অনেকেই দাবি করেছেন অন্যায়ভাবে ভিভিয়ান কে বিজয়ী হতে দেওয়া হয়নি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss 18 finale: Vivian Dsena

Bigg Boss 18 finale:কেন রেগে গেলেন ভিভিয়ানের স্ত্রী?

গতকাল মধ্যরাতে ঘোষণা করা হয়, বিগ বস প্রতিযোগীর নাম। ভিভিয়ানকে টেক্কা দিয়ে করণ এবারের ট্রফি নিয়ে যান। যে কারণেই রেগে আগুন ভিভিয়ানের ভক্তরা। অভিনেতার স্ত্রীও যা কাণ্ড করলেন তাতে নানা সমালোচনা হচ্ছে। এর আগে দুবার তিনি ঘরের ভেতরে গিয়ে ভিভিয়ানকে নানা ভাবে উদ্বুদ্ধ করেছেন। 

Advertisment

কিন্তু, গতকাল তাঁর স্বামী পুরস্কার না জিততেই যেন আরও রেগে গেলেন তিনি। অভিনেতাকে যতটা শান্ত দেখা গেল, ঠিক ততটাই যেন রেগে গেলেন তাঁর স্ত্রী। আসলে, প্রথম দিন থেকেই ভিভিয়ানকে দর্শকরা যেভাবে ভালবেসে এসেছেন, তাতে অনেকেই আশা করেছিলেন যে ভিভিয়ান হয়তো বা জিতবেন। কিন্তু সেই স্বপ্ন অধরা। বরং, এত সুন্দর মাইন্ড গেমের পরেও ভিভিয়ান রানার্স আপ হয়েই থেকে গেলেন। 

গতকাল রাত থেকেই যদিও বা এই নিয়ে সমাজ মাধ্যমে ভয়ঙ্কর শোরগোল। অনেকেই দাবি করেছেন অন্যায়ভাবে ভিভিয়ান কে বিজয়ী হতে দেওয়া হয়নি। প্ল্যানিং প্লটিং যে বিগ বসের অংশ, এমনটাও দাবি করা হয়েছে। মেজাজ হারিয়েছেন অভিনেতার স্ত্রী ও। গতকাল যখন শো শেষে সব প্রতিযোগীরা বাইরে বেরিয়ে আসছেন ঠিক তখন তাঁকে মেজাজ হারাতে দেখা যায়। চোখ মুখ খিঁচে যেন কী একটা বলতে চাইছেন তিনি। এমনকি এও দেখা যায়, তিনি ভীষণ রেগে গিয়েছেন। যদিও বা ভিভিয়ান বেশ শান্তই ছিলেন সমস্ত ঘটনায়। তিনি খুব একটা উত্তেজিত ছিলেন না। 

বরং, বলা উচিত তিনি গোটা গেম জুড়েই শান্ত ছিলেন। সহজে কাউকে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। সেখানে বিগ বসের ঘরে ভিভিয়ানের পরাজয় যেন মেনেই নিতে পারছেন না কেউই। ভাইরাল ভয়নীর পেজে এই ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। অন্যদিকে, করণ বীর নিজেই জানিয়েছেন, তিনি যেভাবে ভিভিয়ানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন, সেটা এড়িয়ে গেলেই পারতেন। দশ বছরের বড় বন্ধুর সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়েছে সেটা উচিত ছিল না। 

Advertisment

উল্লেখ্য, করণ সেই প্রতিযোগী যে সিদ্ধার্থ শুক্লার পর পরপর দুটি রিয়ালিটি শো জিতেছেন। এবং অভিনেতার কথায়, তিনি এখন তিন নম্বর শোয়ের অপেক্ষায় রয়েছেন, যেটি জিতলে তাঁর হ্যাট্রিক সম্পূর্ন হতে পারে বলে আশা করছেন। 

bigg boss 18 bigg boss 18 finale
Advertisment