Bigg Boss Finale: বিগ বস নিয়ে উত্তেজনা তুঙ্গে। কারণ, আজ এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। এবং বাকি সব প্রতিযোগীদের মধ্যে বাকি ছয়জনকে নিয়ে হবে আজকের ফাইনাল অনুষ্ঠান। আর এবছর যাদের নিয়ে উত্তেজনা তুঙ্গে, সেই দুজন ভিভিয়ান ডিসেনা এবং করণবির মেহরা। এছাড়াও রয়েছেন অবিনাশ, ইশা, চুম দরং এবং রজত দালাল।
যদিও, বেশিরভাগ এমনটাই দাবি করছেন যেন ভিভিয়ান কিংবা করণ এই দুজনের মধ্যে একজন বিজয়ী হন। আর বিগ বসের ফাইনাল মানেই বেশ কিছু নতুন ঘটনা হবেই। একে তো এটি, সলমন খানের শো, তাই বহু তারকা বহুবার এসেছেন এই শোয়ে। এবারও ব্যতিক্রম না। বিগ বসের এই সিজনে কে কে আসছেন? জানা যাচ্ছে সলমনের দুই বন্ধু এবারের সিজনে থাকতে চলেছেন।
তাঁরা নিজেদের ছবির প্রমোশনের জন্যই আসতে চলেছেন সলমন খানের এই শোয়ে। ভাইজান ছাড়া যেমন বিগ বস সম্ভব না, তেমনই এই ফাইনালের দিনগুলিতে তারকা সমাগম হবে না এই মঞ্চে এও হয় না। সূত্র বলছে, আজ বিগ বসের মহাযুদ্ধে, সামিল থাকবেন দুই তারকা। এক অক্ষয় কুমার এবং দুই, আমির খান। যদিও বা আমিরের সঙ্গে তাঁর সেয়ানে সেয়ানে সম্পর্ক, কিন্তু অক্ষয়ের সঙ্গে তাঁর গাঢ় বন্ধুত্ব।
কী কারণে আসছেন তাঁরা?
জানা যাচ্ছে সলমনের এই শোয়ে অক্ষয় আসছেন তাঁর নতুন ছবি Skyforce এর প্রমোশন করতে। এবং আমির আসছেন তাঁর নতুন ছবি নয় বরং তাঁর ছেলের নতুন ছবি loveyappa এর প্রমোশন করতে। ভাইজানের শোয়ে এসে তাঁদের যে বেশ কিছু উত্তেজনা তৈরি করতে দেখা যাবে এমনটাই দাবি ভক্তদের।
কোথায় কোথায় দেখা যাবে বিগ বস?
আজ রাত সাড়ে নয়টা থেকে এই শো দেখা যাবে Colors এ। এছাড়াও জিও সিনেমাতে এই শো স্ট্রিম করা হবে। মধ্যরাতে এই শোয়ের ফাইনাল বিজয়ী ঘোষিত হবেন।