Bigg Boss 18: জমে উঠেছে বিগ বস। ফাইনালে পৌঁছতে আর কিছু মাত্র সময় বাকি। আর তাঁর মধ্যেই শুরু হয়েছে নানা কান্ড। কিছুদিন আগেই টাস্ক চলাকালীন চুমের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েন ভিভিয়ান ( Vivian D'sena )। তাঁর কারণে আঘাত পান চুম ( Chum Darang )। এবং এরপরই করণের সঙ্গে অশান্তি হয়। তাঁকে হাতাহাতি পর্যন্ত করতে আহ্বান জানান করণ।
আর আজ উইকেন্ড কা ভার পর্বে করণকে এবং চুমের মুখোশ খুলতে দেখা গেল ভাইজানকে। সলমন ( Salman Khan ), যিনি বিশেষ পর্বগুলোতেই অন্যায় এবং ন্যায়ের বিচার করেন, এবারও তাঁকে সেটাই করতে দেখা গেল। ভাইজানকে বলতে শোনা গেল, চুম যদি এতই আঘাত পেয়ে থাকেন তাহলে মেডিক্যাল রুমে গেলেন না কেন? তাঁর সঙ্গে সঙ্গে করণের ( Karan Veer Mehra ) অহংকার ভেঙে গুঁড়িয়ে দিলেন তিনি। সোজাসুজি তাঁকে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন।
করণ এর সঙ্গে চুমের সম্পর্ক যে অন্যদিকে বইছে, একথা অনেকেই জানেন। তাঁর সঙ্গে সঙ্গে ভিভিয়ানের সঙ্গে সম্পর্ক করণের আরও খারাপ হচ্ছে। তবে, ভাইজান যেভাবে করণকে শায়েস্তা করলেন তাতে বিগ বস প্রতিযোগী একেবারেই চুপ করে রইলেন। কিন্তু, তাঁর সঙ্গে সঙ্গে এও জানালেন, তাঁর আত্মবিশ্বাস আছে যে প্রথম পাঁচের মধ্যে তিনি এবং চুম দুজনেই থাকবেন। কিন্তু সলমন তো সলমনই। তিনি বলেন...
এই যে নিজের জন্য ত্যাগ করে চুমের স্বার্থ দেখে খেলছ, এতে কি ট্রফি পাওয়া যাবে? এতই যদি কারওর জন্য ত্যাগ করতে হয়, তাহলে এই ঘরের বাইরে বেরিয়ে যাও। আগে বেরিয়ে আসো, তারপর দেখব যে কোথায় তোমার স্বার্থ এবং চিন্তা গিয়ে ঠেকে। ভাইজানের এই মন্তব্যের পরেই মাথা নিচু হয়ে যায়। এবং অভিনেতার প্রশংসা করেই অনেকে বললেন, সলমন এতদিনে কিছু একটা ভাল করেছেন।
উল্লেখ্য, ফাইনাল হতে আর বেশিদিন বাকি নেই। আর বেশিরভাগ এমনই ধারণা করছেন যে নয়তো ভিভিয়ান কিংবা করণ বীর যেকোনও একজন এবারের বিজেতা। আর আদৌ বিগ বস থেকে বেরিয়ে করণ এবং চুমের সম্পর্ক ভাল দিকে এগোয় কিনা সেটাও দেখার।