/indian-express-bangla/media/media_files/2025/01/12/AXrt4QyCFr3yRQzOgXGJ.jpg)
অবিনাশ-ইশার মান সম্মান নিয়ে এত ব্যাকুল কেন বিগ বস? Photograph: (Instagram)
Bigg Boss 18: বিগ বস মানেই উত্তেজনা। বিগ বস মানেই এমন কিছু সম্পর্ক যাতে শো অন্যদিকে মোড় নেয়। এমনকি, বিগ বস মানেই নতুন কিছুর শুরু। এবারও যে অবিনাশ ইশা এবং চুম করণের সর্ম্পক নিয়ে জলঘোলা হচ্ছে না, সেকথা অজানা নয়। এমনকি, দিন দুয়েক আগে করণ এবং ভিভিয়ানের লড়াই তাও আবার চুমকে নিয়ে, অনেকেই এতে মন্তব্য করেছেন।
সলমন খান যেমন করণ এবং চুমকে তুলোধোনা করেছেন গতকাল, তেমনই আরেক টেলিভিশন ব্যক্তিত্ব কিশ্বর মার্চেন্ট ( Kishwer Merchant ) এই নিয়ে তুলোধোনা করেছেন অবিনাশ এবং ইশাকে ( Avinash-Isha )। সেই দুজনকে কেন কিছু বলা হয় না, শোয়ের উইকেন্ড কা ভার পর্বে, কেন তাঁদেরকে সবসময় জাস্টিফাই করা হয়, সেই নিয়েই তিনি নিজের মন্তব্য রেখেছেন। তিনি ভিভিয়ানকে যে বেজায় সাপোর্ট করেন, তা তাঁর টুইট দেখলেই বোঝা যায়। আর এবার তো তিনি বলেন...
Avinash Ko lagta hai yeh bigboss ka bada bhai hai .. maybe he is , every Saturday uski image building Hoti hai 😂
— Kishwer M Rai (@KishwerM) January 10, 2025
আমরা সবাই জানি সেদিন টাস্ক চলাকালীন যে ভিভিয়ান ( Vivian Dsena ) এবং চুমের ( Chum Darang ) মধ্যে লড়াই হল, সেটায় অবিনাশ এবং ইশা কোনও প্রতিক্রিয়া দেননি, বা থামানোর চেষ্টা করেননি। কিন্তু, ওরা করত। যদি চুমের জায়গায় ইশা থাকত এবং ভিভিয়ানের জায়গায় করণ। কিন্তু এখন ওরা একদম চুপ করে আছে। এখানেই শেষ না। বিগ বসের কোনও পর্বে অবিনাশের দোষ কেন দেখা হয় না, কেন অবিনাশ এবং ইশার দোষ সবসময় নজর আন্দাজ করা হয়, সেই নিয়েও তিনি মুখ খুলেছেন। তাঁর কথায়...
Yeh Avinash and Eisha itni Akkad mien baat karte hai about everyone only coz bigboss unke pocket mien hain ,
— Kishwer M Rai (@KishwerM) January 10, 2025
Varna why would the makers not expose Eisha when she was counting too in the nomination task .. why would they justify all Avinash's mistakes in the Saturday episode ?
"এই ইশা এবং অবিনাশ এত অভদ্র ভাবে সকলের সঙ্গে কথা বলে, বলে বোঝাতে পারব না। আমার মনে হয় বিগ বস ওদের পকেটে। নাহলে বিগ বদের নির্মাতারা কেন ইশাকে এক্সপোস করে না যখন নমিনেশনে ওকেও কাউন্ট করা হচ্ছিল। অবিনাশের সব ভুল এবং দোষ কেন, শনিবারের সব পর্বে জাস্টিফাই করা হয়?" কিন্তু, এখানেই শেষ না। অবিনাশের ইমেজ এর আগেও বাঁচিয়েছেন সলমন খান। তাই তো কিশ্বর বললেন...
"অবিনাশ মনে করেন, ও হয়তো বিগ বসের বড় ভাই। প্রতি শনিবার ওর মান সম্মান বেঁচে যায় আর ইমেজ বিল্ডিং হয় তাঁর।" এটুকু বলেই তিনি হাসতে শুরু করেন। যারা রোজ বিগ বস ফলো করেন, তাঁরা জানেন বর্তমানে ঠিক কী কী চলছে সেই ঘরে। ফাইনাল হতে আর ২ সপ্তাহ বাকি নেই। তাই, জোরকদমে যে খেলা চলছে সেকথা বুঝতে আর বাকি নেই।