Karan Veer Mehra-Bigg Boss 18: বিগ বস বিজেতা করণবীর মেহরা, নিজের ব্যক্তিগত জীবন কেন, সলমনের শোয়ে গিয়ে তাঁকে কোনোদিন কারওর সঙ্গে তাঁদের জীবন নিয়ে আলোচনা করতেও দেখা যায়নি। সেই মানুষটিকে তাঁর দুবার বিয়ে ভাঙ্গা নিয়ে নানা খোঁটা দেওয়া হয়। রিয়ালিটি শোয়ে যদিও বা বারবার ব্যক্তিগত জীবন কথা বলতে না করা হয়। কিন্তু...
অভিনেতা করণ বীরকে ভেতর থেকে মৃতপ্রায় বলেও উল্লেখ করা হয়েছিল। সম্পর্ক বাঁচাতে পারেন না এমনও বলা হয়। আজ, বিজয়ী হওয়ার পর তিনি তাঁর বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন। সত্যিই কি মনের দিক থেকে মৃতপ্রায় তিনি? তাঁর পুরোনো সম্পর্ক নিয়ে কথা বলা হলে কেন তিনি চুপ করে যান এই নিয়েই বললেন তিনি। করণের কথায়...
আমি মনের দিক থেকে মরে যাওয়া মানুষ না। আমার এটা ভেবেই খারাপ লাগে যে আমি পূর্বে দুজন মানুষের মনে কতটা কষ্ট দিয়েছি। এবং এখন অনেকেই এই বিষয়টা জানেন। আমার কাছে ডিভোর্সের বিষয়টা খুব একটা ম্যাটার করে না। কিন্তু, যখন এই নিয়ে কথা হয়, তখন কোথাও না কোথাও বিষয়টা সেই দুজন মানুষের তরফেও যায় যারা একসময় আমার জীবনের অংশ ছিলেন। তাঁরা এসব কারণে যথেষ্ট ব্যতিব্যস্ত হয়। তাঁরা জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। এসব ফালতু কারণে তাঁদের আবার টেনে নিয়ে আসা হয়।
করণ এও জানান, বিগ বসের ঘরে একটা মন্তব্যের জেরে লোকজন গিয়ে তাঁদের সোশ্যাল মিডিয়ায় সার্চ করবে, তারপর তাঁদের খারাপ মেসেজ করবে, এগুলো তাঁর অপছন্দ। কিন্তু, যেখানে করণ তাঁর প্রাক্তন স্ত্রীদের নিয়ে এত ভাবছেন তাঁর মধ্যেই শোনা যাচ্ছে নিধি শেঠের বিয়ে প্রসঙ্গে। করণের সঙ্গে বেশিদিন তাঁর বিয়ে টেকেনি। আড়াই বছরের বিয়ে ২০২৩ সালে ভেঙে যায়। তবে, জীবন তো থেকে থাকে না। তাই তো নিধি আবারও একবার বিয়ের পিঁড়িতে। সমাজ মাধ্যমে ভাইরাল সেসব ছবি।
নিধি বিয়ে করেছেন তাঁর প্রেমিক সন্দীপ কুমারকে। তাঁর সঙ্গেও নাকি বছর দুই সম্পর্কে ছিলেন। তাঁকে বিয়ে করেছেন করণের প্রাক্তন। এবং সমাজ মাধ্যমে লিখেছেন, তোমার সঙ্গে ভালবাসার মুহূর্তগুলো খুব সুন্দর। তুমি আমায় বুঝিয়েছ, যে ভালবাসা কোনও কঠিন যাত্রা নয় বরং ভীষণ সুন্দর একটা পথ। বিয়েটা সবসময় আমার ঊর্ধ্বে আমাদের থাকবে। আমি আশা করব, যে এই সম্পর্কটা সবসময় খুব সুন্দর এবং জোরালো হবে।
উল্লেখ্য, নিধি বিয়ে করেছেন মন্দিরে। একদম সাধারণ ভাবে গাঁটছড়া বেঁধেছেন তিনি। অন্যদিকে করণ এবং চুম তাঁদের সম্পর্ক এখন কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।