/indian-express-bangla/media/media_files/2025/09/04/shanu-2025-09-04-16-18-44.jpg)
কী সম্পর্ক ছিল তাঁদের?
বিগ বস ১৯-এর সর্বশেষ পর্বে সিনিয়র অভিনেত্রী কুনিকা সদানন্দ তার ব্যক্তিগত জীবনের একটি বড় গোপন তথ্য প্রকাশ করলেন। শোয়ের শুরু থেকেই সঙ্গীত পরিচালক অমল মল্লিক বারবার ইঙ্গিত দিচ্ছিলেন কুনিকার একসময়ের গোপন সম্পর্কের বিষয়ে। এতদিন চুপ থাকলেও বুধবার নীলম গিরি ও তানিয়া মিত্তলের সঙ্গে এক আন্তরিক কথোপকথনের সময় তিনি নিজেই মুখ খোলেন।
কুনিকা স্বীকার করেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে একজন বিবাহিত পুরুষের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। যদিও তিনি নাম প্রকাশ করেননি, দর্শকদের বড় অংশই ধরে নিয়েছেন তিনি গায়ক কুমার শানুর কথাই বলছেন। কুনিকা বলেন- “আমি এতদিন এই সম্পর্ক গোপন রেখেছিলাম। তখন আমি অবিবাহিতা, কিন্তু সে বিবাহিত পুরুষ ছিল, স্ত্রীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। আমরা লিভ-ইন সম্পর্কে ছিলাম। পরে জানতে পারি, তার অন্য এক মহিলার সঙ্গেও সম্পর্ক আছে। প্রতারণা স্বীকার করার পর আমি সম্পর্ক ভেঙে দিই।”
ভক্তদের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “ওই তো কুমার সানুই।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “শানু নামটা শোনা গেল মনে হচ্ছে, নিশ্চিত কুমার শানুর কথাই বলছে।” উল্লেখ্য, কুনিকা আগেও সিদ্ধার্থ কাননের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন- “আমি শানুর স্ত্রীর মতোই ছিলাম। তার স্ত্রী বারবার হকি স্টিক নিয়ে আমার গাড়ি আক্রমণ করত। বাড়ির বাইরে এসে চিৎকার করত সে। তবে আমি তাকে বুঝতে পারতাম। কারণ সে সন্তানের জন্য অর্থ চাইত, স্বামীর কাছে ফেরার ইচ্ছে ছিল না তাঁর।” ব্যক্তিগত জীবনে কুনিকা দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ এবং আগের বিয়ে থেকে সন্তানও রয়েছে তাঁর। তার দু’জন প্রাক্তন স্বামীই পুনরায় বিয়ে করেছেন।
এদিকে বিগ বস ঘরে গত কয়েকদিন ধরে কুনিকা খলনায়ক চরিত্রে ধরা দিয়েছেন। আগামী এপিসোডে তার সঙ্গে তানিয়া মিত্তলের বন্ধুত্বেরও অবসান ঘটবে বলে প্রোমোতে ইঙ্গিত মিলেছে। এক ঝগড়ার জেরে কুনিকা তানিয়াকে সরাসরি বলছেন- “আমাকে ভালো না বেসে, ট্রোল করো। তোমার মেজাজ ও অহংকার আমি আর সহ্য করতে পারছি না।”
অন্যদিকে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন ঘটে বিপত্তি। প্রতিযোগী মৃদুল তিওয়ারি গুরুতর আহত হন, যখন অভিষেক বাজাজ দৌড়ের সময় তাকে ধাক্কা দেন। ঠোঁট ফেটে রক্তপাত শুরু হওয়ায় মৃদুলকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়। লাইভ ফিডে দেখা গেছে, নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন বাসির আলী।