/indian-express-bangla/media/media_files/2025/08/11/bigg-boss-2025-08-11-12-30-05.jpg)
সলমনের শো ঘিরে বিতর্ক...
Bigg Boss-Pahelgam Attack: আবারও শুরু হতে চলেছে অন্যতম জনপ্রিয় শো বিগ বস। আবারও সলমন খান ফিরছেন সঞ্চালক হিসেবে। যদিও জানা যাচ্ছে, এই অভিনেতা নাকি ৩ মাসের জন্য থাকবেন এই ভুমিকায়। তারপর অন্য সঞ্চালক আসতে আসতে পাল্টে যেতে পারে। কিন্তু, এই শো নিয়ে আবারও জলঘোলা শুরু হয়েছে। কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল এবার নাকি শুধু হিন্দি টিভি এবং সিনেমার মানুষদের নিয়েই শো করা হবে। এমনকি, ইউটিউবারদের পর্যন্ত বাদ রাখা হয়েছিল।
বিগ বস মানেই এমন কিছু তারকা, যারা আলোচনায় থাকেন। বরং বলা উচিত যাদের ঘিরে একাধিক বিতর্ক থাকে। এমনকি, এও বলা উচিত বিগ বস থেকে একাধিক বিতর্কের জন্ম নেয়। কিছু তারকা তো চূড়ান্ত রোষানলে পর্যন্ত পড়েন। কিন্তু, এবার কানাঘুষো শোনা যাচ্ছে, এমন একজনের কাছে নাকি এই শোয়ের অফার গিয়েছে যিনি পহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত। সেই হামলায় অনেকেই অকালে প্রাণ হারান। এমনকি, লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি নারওয়াল - তিনি বেশ আলোচনায় ছিলেন। তাঁর কাছে নাকি বিগ বসের প্রস্তাব গিয়েছে।
Aamir Khan: গোপন তথ্য ফাঁস? ভাইয়ের অভিযোগে কড়া জবাব দিলেন আমিরের আত্মীয়রা..
যদিও বা তাঁর বাবা সুনীল স্বামী জানিয়েছেন আসল খবর। তিনি সোজাসুজি দাবি করেছেন এই খবর সম্পূর্ণ মিথ্যে। শুধু তাই নয়, তিনি স্পষ্ট বলেছেন, "এখনও পর্যন্ত এই শো থেকে কোনও প্রস্তাব পাননি। বরং, যদিও বা প্রস্তাব আসে তাহলেও এই শোয়ে যাওয়ার তাঁর কোনও আগ্রহ থাকবে না। এমনকি, তিনি এও জানিয়েছেন, মানসিকভাবে এখনও হিমাংশি ভীষণ বিধ্বস্ত।
অন্যদিকে, তাঁর শশুর রাজেশ নরওয়াল জানিয়েছেন, এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননা তিনি। তাহলে কি ঘটনা সত্যি? তিনি বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। প্রসঙ্গে, হিমাংশি পড়াশোনা করেছেন বর্তমান প্রজন্মের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া আইকন এল্ভিশের সঙ্গে।