Bigg boss Aishwarya sharma Divorce: বিবাহ বিচ্ছেদ যেন এখন খুব সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। অন্তত, তারকারা যে হারে বিচ্ছেদের পোস্ট কিংবা আলাদা থাকার কথা জানাচ্ছেন, তা সম্পর্কের এক খারাপ দিকের উল্লেখ করছে। যত বড় আয়োজনে আজকাল তারকারা বিয়ে করছেন, ততই আরও বিচ্ছেদের পরিমাণ বাড়ছে। তারকারা একে অপরকে ভুলে থাকছেন। কিছুদিন আগেই লতা সবরেবাল স্বামী সঞ্জীব শেট্টির থেকে বিচ্ছেদ ঘোষণা করেন।আর, অন্যদিকে আরেক বিগ বস খ্যাত প্রতিযোগী ঐশ্বর্য শর্মা, যিনি অভিনেতা নীল ভাটের সঙ্গে বিবাহিত, তিনি কেন এমন লিখলেন?
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তাঁদের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। নীল টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। বিগ বসে এসে কাপল হিসেবেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। স্ত্রী কী রঙের নেলপালিশ পড়েছেন, সেটাও তিনি জানতেন। তাহলে হঠাৎ করে কী হল দুজনের মধ্যে? ঐশ্বর্য একসময় জানিয়েছিলেন, যে তাঁরা আলাদা থাকেন কেবল, কিন্তু আইনতভাবে তাঁরা আলাদা নন। তাঁদের দুজনের এক অপরের থেকে দূরত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সমাজ মাধ্যম খেয়াল করলে দেখা যাবে, মার্চ মাসে স্বামীর সঙ্গে শেষ ছবি দিয়েছিলেন তিনি। তারপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
Actress Tragic Married Life: অভিনেত্রীকে শররীরিক নির্যাতন করতেন? 'মদ…
সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ঐশ্বর্য সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। মানুষের ব্যক্তিগত জীবনে আজকাল সকলের ঝোঁক খুব বেড়েছে। তাই তো, খেয়াল করলে দেখা যাবে, আজকাল তারকাদের কিছুদিন আলাদা দেখলেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়ে যায়। ঐশ্বর্য সমাজ মাধ্যমে লিখছেন সেই নিয়ে। তাঁর ব্যক্তিগত জীবন খেলার জিনিস নয়, বলেই দাবি করেছেন। কী লিখলেন তিনি?
/indian-express-bangla/media/post_attachments/80aa6135-51e.jpg)
"অনেকদিন ধরেই আমি নিরব ছিলাম। কারণ এটা নয় যে আমি দুর্বল, আমি আমার জীবনের শান্তি রক্ষা করছিলাম। কিন্তু কিছুদিন ধরে আমাকে নিয়ে যে ধরনের কথাবার্তা রটছে, সেগুলো দেখে আমি খুব অবাক হচ্ছি। আম ব্যবহার করে যেভাবে আমাকে নিয়ে আলোচনা করছেন, কোন তথ্য না জেনে। কোনরকম সত্যতা না জেনে আমাকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে, এটা দেখা আমার পক্ষে খুব কষ্টদায়ক। আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাইছি, আমি কোথাও কোনো সাক্ষাৎকার বা কোন বক্তব্য বা কোন রেকর্ডিংয়ে আমার জীবনের বিচ্ছেদের কথা সম্পর্কে জানায়নি। যদি কারোর কাছে কোন রকমের প্রমাণ থাকে, তবে আমাকে সেটা অবশ্যই জানানো হোক। কিন্তু আমাকে নিয়ে মিথ্যে প্রচার বন্ধ করা হোক। আমার নামটা আপনাদের কাছে পাবলিসিটি নয়। আমার জীবন আপনাদের কাছে কনটেন্ট নয়। কিন্তু আমার চুপ করে থাকা আপনাদেরকে দেওয়া পারমিশন নয়। দয়া করে মনে রাখবেন, কেউ একজন চুপ করে আছেন মানেই, তার কিছু বলার থাকবে না এমনটা নয়। কিন্তু কেউ কেউ সততাকে শব্দের থেকে বেশি প্রাধান্য দেয়।"