Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss-Armaan Malik: আলো নিভতেই কম্বলের তলায় 'রগরগে রোমান্স'! বিগ বসের ঘর থেকে ভাইরাল আরমান মালিকের ভিডিও...

আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রীকে নিয়ে যা নয় তাই চলছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার তো ভারতের সর্বোচ্চ বিতর্কিত বাড়িতে স্বামী স্ত্রীরা যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে তাতে লজ্জা এর ঘেন্না ছাড়া কিছুই দেখছে না সোশ্যাল মিডিয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss armaan malik romance with wife kritika video viral

কীসব চলছে বিগ বসের ঘরে?

বিগ বসে ঘরে হচ্ছেটা কী? আরমান এবং কৃতিকা দুজনে যা নয় তাই করছেন। পায়েল ঘর থেকে বেরিয়ে যেতেই কেচ্ছা কেলেঙ্কারি! ভয়ঙ্কর সব কাণ্ডে কুৎসা রটছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রীকে নিয়ে যা নয় তাই চলছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার তো ভারতের সর্বোচ্চ বিতর্কিত বাড়িতে স্বামী স্ত্রীরা যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে তাতে লজ্জা এর ঘেন্না ছাড়া কিছুই দেখছে না সোশ্যাল মিডিয়া। কেন? তাঁরা কী করছেন? দুজনের কান্ড কারখানা ভাইরাল বিগ বসের ক্যামেরায়!

স্বামী স্ত্রী বলে যা নয় তাই? ক্যমেরার সামনেই এসব! ঘরের এক বন্ধ হতেই আরমান যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বরং, অসভ্যের মত আচরণ করতে দেখা গেল তাঁকে। দুজনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল বিগ বসের ক্যামেরায়। ভিডিওতে দেখা যাচ্ছে, আরমান এবং কৃতিকার মুখে হাসি। দুজনে ব্ল্যাঙ্কেটের তলায় ভয়ঙ্কর ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। যেটি বিগ বসের ঘরে একেবারেই অসম্ভব।

আর এই ভিডিও ভাইরাল হতেই ছিঃ ছিঃ নেটপাড়ায়। এমনিও প্রথম দিন থেকেই তাঁদেরকে পছন্দ করেন না অনেকেই। দুটি বউ নিয়ে গর্ব করে ঘুরে বেড়ানো নেহাতই খারাপ ঘটনা বলেই উল্লেখ করেন। তাঁরা, পলিগ্যামী প্রমোট করছেন সেকথা অনেকের পছন্দ হয়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেই আরমান মালিক সপাটে একটা চড় মারেন বিশাল পান্ডেকে। কারণ, কৃতিকাকে নিয়ে উত্তেজিত মন্তব্য করেন। এমনকি এও বলেন, আরমানের কপাল খুব ভাল, সেই জন্য তিনি এমন বউ পেয়েছেন। আবার, সেই কারণে চড় খাওয়ার পর তিনি এই নিয়ে ক্ষমাও চান। সবমিলিয়ে বিগ বস নিয়ে ফের একবার চর্চা তুঙ্গে!

bollywood Bigg Boss OTT Entertainment News
Advertisment