/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/Dimpy-759.jpg)
ব্যবসায়ী রোহিত রায়কে বিয়ে করেছে ডিম্পি। ফোটো- ডিম্পির ইনস্টাগ্রামব্যবসায়ী রোহিত রায়কে বিয়ে করেছে ডিম্পি। ফোটো- ডিম্পির ইনস্টাগ্রাম
শনিবার, বিগ বস খ্যাত ডিম্পি গঙ্গোপাধ্যায় এবং স্বামী রোহিত রায় দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন। তদের একটি চার বছরের মেয়ে রয়েছে রিয়ান্না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খবরটি শেয়ার করেছেন ডিম্পি। পুত্রসন্তানের নাম রাখা হয়েছে আরিয়ন।
নিজের ছোট্ট সন্তানের পায়ের ছবি পোস্ট করেছেন ডিম্পি। ক্যাপশনে লিখেছেন, ''ইস্টারের সন্ধ্যায় জন্ম...আমার ছোট্ট বানি ব্লু! আরিয়ন রায়, ১১.০৪.২০২০।'' আরও একটি ছবি রয়েছে স্বামী রোহিত রায়, মেয়ে ও ছেলের সঙ্গে, ''ক্যাপশনে লেখা, আমার পৃথিবী।''
View this post on InstagramBorn on the eve of Easter..my little Bunny Blue is here! ???? Aryaan Roy 11.04.2020.
A post shared by Dimpy (@dimpy_g) on
ডিম্পি গঙ্গোপাধ্যায়, তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মেগা মডেল হান্টের প্রতিযোগিতা দিয়ে ২০০৯ সালে। পরবর্তীতে, রাহুল মহাজনের সয়ম্বর বলে একটি শোয়ে প্রতিযোগী হয়ে এসেছিলেন। রাহুল দুলহনিয়া লে জায়েগা- নামের এই শো ডিম্পি জেতেন এবং রাহুলের সঙ্গে বিয়েও করেন।
তবে কিছুদিন পরেই বিচ্ছেদের মামলা করেন ডিম্পি। রাহুলের বিরুদ্ধে অভিযোগ ছিল গার্হস্থ্য হিংসার। ২০১৫ সালে, তিনি ফের করেন বহুদিনের বন্ধু ব্যবসায়ী রোহিত রায়কে এবং দুবাইয়ে সংসার শুরু করেন।
View this post on InstagramCelebrating 34 weeks !???? #countdownbegins #momlife #dubaimom
A post shared by Dimpy (@dimpy_g) on
View this post on InstagramMini-milestones ???? #100daysofschool #britishorchardnursery
A post shared by Dimpy (@dimpy_g) on
তবে কেরিয়ারে বেশ কিছু শো করেছেন ডিম্পি। শাহরুকের জোর কা ঝটকা- টোটাল ওয়াইপ আউট, নাচ বলিয়ে ৫ (রাহুল মহাজনের সঙ্গে), ওয়েলকাম- বাজি মেহমান নওয়াজি কি, কমেডি ক্লাসেস এবং বিগ বস ৮ -এ দেখা গিয়েছে তাঁকে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন