Bigg Boss-থেকে শুরু হয়েছিল প্রেম, ঠিক কোন কারণে সম্পর্ক ভাঙছে দুই তারকার?

Celeb Breakup Rumors: কয়েক বছর ধরে গোপনে প্রেম করার পরে আলাদা পথে হাঁটছেন বলে জানা গেছে। অভিনেতারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পরে ব্রেকআপের গুজব ছড়িয়ে পড়ে।

Celeb Breakup Rumors: কয়েক বছর ধরে গোপনে প্রেম করার পরে আলাদা পথে হাঁটছেন বলে জানা গেছে। অভিনেতারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পরে ব্রেকআপের গুজব ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss 16’s Priyanka Chahar Choudhary and Ankit Gupta unfollow each other

সম্পর্ক ভাঙছে দুই বিগ বস খ্যাত তারকার? Photograph: (Instagram)

Celeb Break up Rumors: বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এবং অঙ্কিত গুপ্তা, যারা বিগ বস ১৬-তে তাদের রসায়ন দিয়ে মন জয় করেছিলেন, কয়েক বছর ধরে গোপনে ডেটিংয়ের পরে আলাদা পথে হাঁটছেন বলে জানা গেছে। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তাঁরা।

Advertisment

অভিনেতারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পরে ব্রেকআপের গুজব ছড়িয়ে পড়ে। ভক্তরা প্রিয়াঙ্কা এবং অঙ্কিতের বিচ্ছেদের গুজব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ এটি বিশ্বাস করতে অস্বীকার করেছেন এবং অন্যরা তাদের বিচ্ছেদের জন্য এক সাংঘাতিক বিষয়কে দোষারোপ করেছেন। ভালবাসার সম্পর্ক যে এই কারণেও ভাঙে তাতেই অবাক হয়েছেন অনেকে। 

এক ভক্ত লিখেছেন, 'আরে না! এটা কিভাবে সম্ভব? আমার অন্যতম প্রিয় জুটি প্রিয়াঙ্কিত—আমি ভেবেছিলাম এই সম্পর্কের একটা নাম হবে।' আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটা সম্ভব নয়, এটা হতে পারে না। একজন ভক্ত উল্টে এও বললেন যে এভাবেই নজর লেগে যায় অনেক সম্পর্কে। কেউ কেউ তো এমনও বললেন, 'নজর সত্যিই বাস্তব?' 

Advertisment

বিগ বস ১৬-তে অঙ্কিতের প্রতি অনুভূতির কথা স্বীকার করলেও অঙ্কিতের সম্পর্কের অবস্থা নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি প্রিয়াঙ্কা। তবে অভিনেতাদের বারবার একসঙ্গে দেখা গেছে এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে ছবি পোস্ট করেছেন তাঁরা। তাহলে সম্পর্ক ভাঙছে কেন? এই নিয়েই উঠছে নানা প্রশ্ন। 

গত বছর স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী অঙ্কিত গুপ্তার সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে বলেছিলেন, "অঙ্কিতের সঙ্গে বন্ধুত্ব এখনও আছে। কোনো উত্থান বা পতন নেই। আমাদের মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে। আমরা একে অপরকে বুঝতে পারি এবং সেই বিশ্বাস - ভরসা এখনও আছে। 

Entertainment News Today Bigg Boss entertainment bollywood actress Entertainment News