New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/19/PPuey5bCE8XyiML3OWWo.jpg)
Bigg Boss 18: বাদ পড়লেন ইশা, কী বললেন ভাইজান? Photograph: (ফাইল চিত্র )
Bigg Boss 18: বাদ পড়লেন ইশা, কী বললেন ভাইজান? Photograph: (ফাইল চিত্র )
Bigg Boss 18 Finale Updates: শুরু হল বিগ বস ১৮ এর অন্তিম পর্ব। ভাইজানের হাত ধরেই এবার এগোবে শেষ পর্বের নানা অধ্যায়। বিগ বস মানেই বিতর্ক, বন্ধুত্ব আবার নতুন সম্পর্কের শুরুও। এবারও তাঁর ব্যতিক্রম না। শুরু থেকে ইশা এবং অবিনাশের সম্পর্ক নিয়ে নানা কথা হয়। এবং তারপর করণবীর - চুমের সম্পর্ক বেশ অন্যদিকে মোড় নেয়।
যদিও বা বিতর্ক কিছু কম ঘটেনি। মারামারি হাতাহাতি সেভাবে না হলেও, অবিনাশের সঙ্গে অনেকেই নানা বিতর্কে জড়িয়েছেন। তবে, ভাইজান বারবার তাঁর সম্মান বাঁচাতে মরিয়া হয়ে পড়েন শনিবারের বিশেষ পর্বগুলিতে। সেই নিয়ে নানা আলোচনা পর্যন্ত উঠেছে। কোনও তারকা এমনও বলেছেন, যে বিগ বস তাঁদের পকেটে। আর আজ বিগ বস শুরু হতেই কী কী হচ্ছে?
প্রথম যে বিষয়টা উল্লেখ না করলেই নয়, ইশা বাদ পড়েছেন শো থেকে। প্রথম দিন থেকেই তাঁকে এমন প্রতিযোগী হিসেবে বর্ণনা করা হয়েছেযিনি একেবারেই অযোগ্য। আর আজ, ফাইনালে এপিসোডে এসে প্রথম বাদ পড়লেন ইশা ( Eisha Singh )। ভাইজান জানান, তিনি ইশার জার্নি নিয়ে বেশ খুশি।
দ্বিতীয়, সলমন ( Salman Khan ) প্রতিযোগীদের বাড়ির লোকের সঙ্গে কথা বললেও, সেই তালিকা থেকে বাদ পড়েন ইশা-অবিনাশ এবং করণ-চুমের পরিবার। তাঁদের সঙ্গে কেন কথা বলেননি ভাইজান, সেই নিয়েও সন্দেহ বাড়ছে।
তৃতীয়, সলমন জানিয়ে দিলেন সামনের সিজন তিনি করছেন না! ফের একবার বিগ বসের মঞ্চ মিস করবে ভাইজানকে? আজ শেষ পর্বেই তিনি জানিয়ে দিলেন, সামনের সিজন হোস্ট করছেন না তিনি।
চতুর্থ, শোনা যাচ্ছিল সলমনের আমন্ত্রণে এবার বিগ বসের মঞ্চে দেখা যাবে অক্ষয় কুমারকে। কিন্তু, ভাইজান জানিয়েছেন, তিনি একটু দেরি করে ফেলায় অক্ষয় ফ্লোর ছেড়ে অন্য একটি ফাংশানে বেড়িয়ে গিয়েছেন।
পঞ্চম, রেস থেকে বাদ পড়লেন চুম দারাং। করণবীর জানিয়েছিলেন, চুমের চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে। তবে, আজ সেসব বৃথা। তাঁকে ঘর থেকে নিতে আসেন তাঁর মা।
উল্লেখ্য, প্রথম থেকেই করণবীর মেহরা এবং ভিভিয়ান ডিসেনা সকলের পছন্দের। এখন কে এই ট্রফি নিজের সঙ্গে নিয়ে যান, সেটাই দেখার।