/indian-express-bangla/media/media_files/2025/09/07/salman-2025-09-07-10-45-13.png)
যা শোনা গেল...
গতকাল, ‘বিগ বস ১৯’-এর সর্বশেষ উইকেন্ড কা ভার এক আবেগঘন সন্ধ্যায় পরিণত হয়েছিল। এপিসোডে একদিকে যেমন সলমন খান প্রতিযোগীদের আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেন, অন্যদিকে বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে দেয় কুনিকা সদানন্দ ও তার ছেলে আয়ান লালের হৃদয়ছোঁয়া সাক্ষাৎ।
১২ বছরের নাতনির বার্তা এবং পরিবারের সবার গর্বের কথা জানিয়ে আয়ান মাকে উদ্দেশ্য করে বলেন- "পুরো দেশ তোমাকে দেখছে, মা। তোমাকে নিয়ে সবার গর্ব হয়। তুমি যেভাবে কিন্নর সমাজকে আইনজীবী হিসেবে সাহায্য করেছ, যাদের জীবনে স্পর্শ রেখেছ তুমি, সবাই তোমার জন্য গর্বিত। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে, কারণ তোমাকে মা হিসেবে পেয়েছি। এবার নিজের জন্য বাঁচো, তোমার বয়স ৬২, তোমাকে আরও শক্ত হতে হবে।"
এই মুহূর্তটি আসে কয়েক দিন পর, যখন সহ-প্রতিযোগী ফারহানা কুনিকাকে “ফ্লপ অভিনেত্রী” বলে সম্বোধন করেন এবং তার সন্তানদের নাম টেনে কটাক্ষ করেন। সলমন খান নিজে আয়ানকে সুযোগ দেন বাড়ির ভেতরে ফারহানার সঙ্গে কথা বলার।
কথোপকথনের সময় আয়ান তার মায়ের অতীত সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি জানান, কীভাবে কুনিকা কিশোরী অবস্থায় বিয়ে করেন, অপহরণের মতো পরিস্থিতির মুখোমুখি হন, পরে হেফাজতের মামলা লড়েন এবং জীবিকা নির্বাহের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। “মা প্রতি সপ্তাহে মুম্বই-দিল্লি ফ্লাইটে যেতেন শুধু ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। এক ছোট মেয়ের স্বপ্ন ছিল একটি ঘর, স্বামী আর সন্তান। কিন্তু তা তিনি কখনও পাননি,” আবেগ নিয়ে বলেন আয়ান।
তিনি বাড়ির সদস্যদের অনুরোধ করে বলেন, “যখন আপনারা বলেন মা শুধু রান্নাঘরে থাকেন বা খাবার বানায়, তখন ভাববেন- এ সব কিছু তিনি কখনও পাননি। দয়া করে তার যাত্রাপথকে ছোট করে দেখবেন না।”
সলমন খানও এগিয়ে এসে প্রতিযোগীদের সতর্ক করেন- “কারও নাম ধরে তার জীবনযাত্রাকে হেয় করবেন না। প্রত্যেকের লড়াই আলাদা, আর সেটা সম্মানের সঙ্গে দেখা উচিত।” এই আবেগঘন মুহূর্তে শুধু কুনিকা নয়, বাড়ির অন্যান্য প্রতিযোগীও চোখের জল ধরে রাখতে পারেন নি। এমনকি, ভাইজান নিজেও কেঁদে ফেলেন।