সলমন খানের সামনে দাঁড়িয়ে উদ্ভট আচরণ, কত বড় যে মাশুল গুনতে হতে পারে বাকিদের, একথা অনেকেই জানেন। কিন্তু বিগ বসের এই প্রতিযোগী বোধহয় জানেন না তাই তো ভাইজানের সামনে একদম রেলা নিয়ে কথা বলতে গেলেন তিনি। আর তারপর ভাইজানের রাগের চোটে যা বুঝলেন...
বিগ বসের ঘর মানেই বিতর্ক। কে কার প্রেমে পড়বেন, কে কার সঙ্গে অশান্তি করবেন, কিংবা কার কাকে অপছন্দ, সব মিলিয়ে যেন ভয়ঙ্কর এক পরিস্থিতি। আর এবার তো কাশিশ নামক প্রতিযোগীকে একদম মুখ বন্ধ করিয়ে দিলেন ভাইজান। সলমন সচরাচর রেগে যান না, কিন্তু এই প্রতিযোগীর আচরণে এতটাই বীতশ্রদ্ধ তিনি যে বলার ভাষা নেই। যা যা অন ক্যামেরা তাঁকে বললেন ভাইজান....
সলমনকে দেখা গেল, উইকেন্ড কা ভার পর্বে ক্লাস নিচ্ছিলেন কাশিসের। কিন্তু, একটা সময় পর যখন হাতের বাইরে বেরিয়ে সেই প্রতিযোগী সলমনকে আচরণের মাধ্যমে অপমান করতে শুরু করলেন তখন ভাইজান, রেগে যান। আসলে, কাশিশ এবারের বিগ বসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তিনি splitsvilla শোয়ের এমন একজন যাকে নিয়ে দ্বৈত মন্তব্য শোনা যায়। এবার বিগ বসে গিয়েও তিনি নিজের স্বার্থে ফান করতে শুরু করলেন। কিন্তু ভাইজান তো ভাইজান।
রীতিমতো আরেক প্রতিযোগীর সঙ্গে ফ্লার্ট করছিলেন তিনি। সলমনের নজর এড়ায়নি এই বিষয়টি। কিন্তু পরবর্তীতে কাশিসের সঙ্গে কেউ মজা করলেই তাঁর কাছে সেটা চিপ, খুব নিম্নমানের? তাই তো সলমন সোজা বললেন, "সব তুমি করবে, লাইন তুমি মারবে, মজা তুমি করবে আর ও চিপ না?" এরপরই নিজের মতামত রাখার কথা বলেন কাশিশ। কিন্তু, ভাইজান সাফ জানিয়ে দেন, ১ সেকেন্ড সময়ও তিনি দেবেন না কোনও মতামত রাখার। তারপরই অদ্ভুত আচরণ করেন এই প্রতিযোগী। ভাইজানকে মুখের ওপর বলে বসেন, ঠিক আছে কোনও ব্যাপার না। লাগবেও না।
তেড়েফুঁড়ে ওঠেন সলমন। সোজা মুখের ওপর বলেন, আমার সঙ্গে এসব করতে আসবে না। অনেক ভালবেসে আদর করে তোমার সঙ্গে কথা বলছি। এই সাহস তো আমার সামনে একদম দেখাবে না। আর এখানেই শুরু হয়েছে হাসির খোরাক। সলমন খানের সঙ্গে এহেন আচরণ কি তাঁকে বিপদে ফেলবে? বেশিরভাগ সমাজ মাধ্যমে এমনই লিখেছেন, "এর কেরিয়ার এবার শেষ।" আবার কেউ বললেন, "এই লোকটা কেরিয়ার খেয়ে নেয়, এসব করো না এখানে।" আবার কেউ যেন বুঝেই পেলেন না সলমন রেগে কেন গেলেন। এক সেকেন্ড সময় দেবেন না কেন কেউ?