Adnaan Shaikh Wecomes Baby: বিগ বসের ঘরের প্রতিযোগী শেফালি জারিওয়ার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেন টাউন। কাঁটা লাগা গার্লের মৃত্যুতে ফের যেন দগদগে পুরনো ঘা! শেফালির মতোই হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। একদিকে যখন 'বিগ বস'-এর ঘরের সদস্যদের জীবনের করুন পরিণতি নিয়ে কাটাছেঁড়া চলছে তখন সুখবর শোনালেন বিগ বস ওটিটি-র প্রতিযোগী আদনান শেখ। প্রথমবার বাবা হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার ও বিগ বস ওটিটি-র এই প্রতিযোগী। রাজপুত্রের আগমনে খুশির হাওয়া পরিবারে। সোশ্যাল মিডিয়ায় আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন খোদ আদনান।
AI দ্বারা নির্মিত বাবার কোলে সন্তান, এইরকম একটি ছবি শেয়ার করে আদনান উচ্ছ্বাসের সঙ্গে লিখেছেন, 'আল্লাহ আমাদের জীবনের সেরা উপহার হিসেবে পুত্র সন্তান দিলেন। আমি আমার আনন্দ-অনুভূতি কী ভাবে শেয়ার করব জানি না। এটি আমার জীবনের চরম সুখের মুহূর্ত। সকলের ভালবাসা ও আশীর্বাদ কাম্য।'
আরও পড়ুন ফোকলা দাঁতের মিষ্টি হাসি! ছেলের বয়স দু'মাস হতেই মুখ দর্শন, কার মতো দেখতে জাহির-সাগরিকার সন্তান?
বাবা হওয়ার খুশি উদযাপন করে টাইমস অফ ইন্ডিয়াকে আদনান বলেছেন, 'এটা পৃথিবীর সেরা সুখ। এর আগে আমি কোনওদিন কোনও বিষয়ে এতটা উত্তেজিত, আনন্দিত হইনি। আমার সন্তানকে কোলে নিয়ে যেন স্বর্গসুখ উপভোগ করলাম।' ভাইরাল কনটেন্টের জন্যই ফেমাস আদনান। জীবনের নতুন অধ্যায় শুরু করে তিনি বললেন, 'আমি সবসময় আমার দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করি। আমি যদি একজন সন্তান, ভাই, স্বামী হিসেবে নিজের একশো শতাংশ দিয়ে থাকি তাহলে সন্তানের জন্য সেটা দুশো শতাংশ দেব।'
বাবা হওয়ার পর মুহূর্তেই জীবনটা বদলে গেল আদনানের। তাঁর সংযোজন, 'সন্তানকে ভাল করে মানুষ করার শিক্ষা নিচ্ছি। ইতিমধ্যেই ঘুমের সঙ্গে সমঝোতা করা শুরু হয়ে গিয়েছে। স্ত্রীকে আমি প্রতিটি পদক্ষেপে সাহায্য করার চেষ্টা করছি। বন্ধুদের সঙ্গে অনেক বিষয় আলোচনা করছি। কারন এই মুহূর্তে আমাদের জীবনে যে ছোট্ট সোনা এসেছে তার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।' অন্যদিকে দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ।
গত ১৯ জুন কোল আলো করে এসেছে রাজপুত্র। সোশ্যাল মিডিয়া পোস্টে সন্তানের মুখদর্শন করিয়েছেন নিউলি মাম্মি ইলিয়ানা। সেই সঙ্গে সন্তানের নামও জানিয়ে দিলেন রুস্তম খ্যাত অভিনেত্রী। মাথায় টুপি, গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাতর ঘুমন্ত ছবি শেয়ার করে ইলিয়ানা লিখেছেন, 'কিয়ানু রেফ ডোলানের সঙ্গে পরিচয় করুন। পৃথিবীর আলো দেখেছে ১৯ জুন।'
আরও পড়ুন দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা, সদ্যোজাতর ছবি পোস্ট করলেন অভিনেত্রী, কেমন দেখতে হল তারকা সন্তান?