scorecardresearch

বড় খবর

মা হতে চলেছেন সানা খান, গর্ভে এল মুফতি আনাস সইদের সন্তান

সুখবর দিলেন সানা খান…

sana khan, sana khan baby, sana khan first baby, sana khan mecca sharif, মা হতে চলেছেন সানা, মা হবেন সানা খান, sana khan bollywood, sana khan bigg boss
মা হবেন সানা খান

বিয়ের পর থেকেই একদম অন্য রাস্তায় গিয়েছিলেন সানা খান। বিগ বস হাউস ছেড়ে বিয়ের পর স্বামীর সঙ্গে উমরাহ হোক কিংবা ঈদ পালন করতে দেখা গিয়েছে। এবার তাঁর পরিবারেই এসেছে সুখবর। মা হতে চলেছেন সানা।

প্রথম সন্তান বলে কথা। বিয়ের পর থেকেই গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে ধম্ম-কম্ম করতে শুরু করেছিলেন। অ্যানাসের সঙ্গে বিয়ের পর থেকেই রাস্তা বদলেছেন তিনি। নতুন শুরু জীবনের! কেমন লাগছে সানার? তিনি বললেন, আমার জীবনের এক অনন্য অনুভূতি। আমি আগামীদিনের জন্য খুব উচ্ছ্বসিত। একদম নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি।

এ যেন এক অসাধারণ অনুভূতি। এখন অনেকটাই বদলে গিয়েছেন তিনি। হিজাব ছাড়া চলেন না। মক্কা শরীফে তাঁকে মাঝেমধ্যেই দেখা যায়। বিদেশে ছুটি কাটাতেও দেখা যায় তাঁকে। আবেগের সুরে বললেন, মেয়ে হিসেবে এই অনুভূতি ভাগ করে নেওয়া যায় না। তবে, এক ভীষণ সুন্দর জার্নি হতে চলেছে। আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।

তবে, টুইনস নয়! এখন একটি সন্তানের মা হতে চলেছেন তিনি। ২০২০ সালের নভেম্বরে বিয়ে। তারপর থেকেই বলিউড এবং রুপোলি পর্দাকে বিদায় বলেছেন তিনি। এখন, নিজের সংসারে যেমন মন দিয়েছেন, তেমনই সামনের দিনে নতুন জীবনের শুরু! উত্তেজিত সানা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bigg boss participant sana khan ready to welcome first baby