/indian-express-bangla/media/media_files/2025/03/05/hyqUiGTMgltOQshiND1S.jpg)
rajat dalal slammed digvijay: রজতের অকথ্য ভাষায় ফের বিতর্ক... Photograph: (Instagram)
Rajat Dalal slammed Digvijay: Bigg Boss এর কান্ড কারখানা এখনও চলছে! দুই প্রতিযোগী যে এতদিন পরেও এভাবে এক অপরের মুখোমুখি হবেন, কেউ ভাবতে পেরেছিলেন? নাকি কেউ ভাবতে পেরেছিলেন, যে প্রতিযোগী রজত দালাল, দিগ্বিজয় রাঠিকে এভাবে গালাগাল করবেন? ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল।
এমনিও, রজত দালাল নিজের আচরণের জন্য বহুবার নানা ফ্যাসাদে পড়েছেন। তাঁকে যেমন পুলিশ গ্রেফতার করেছে, ঠিক তেমনই দেখা গিয়েছে তিনি নিজের ভাষার কারণে অনেকবার রোষানলে পড়েছেন তিনি। ফের একবার নিজের মেজাজ হারিয়ে এহেন অকথ্য ভাষায় যে দিগ্বিজয়কে গালাগাল করবেন, ভাবনার বাইরে। রজত কী এমন বললেন তাঁকে, যে নেটজনতা রেগে আগুন?
আসলে, অভিনেতা দিগ্বিজয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন, এবং পুরোনো দিনের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়েই শুরু হয় বাক বিতন্ডা। রজত দালাল বলে বসেন, এই ভাই বিগ বসের ঘরে দাঁড়িয়ে বলেছিলেন, যে আমি নাকি ক্রিমিনাল। আমার বাড়ির লোকের নাকি ঘেন্না হয়, লজ্জা লাগে আমার সঙ্গে থাকতে। আমি তো পুলিশের ভয়ে পালিয়ে বেড়িয়েছি গুজরাটে। তারপরই দিগ্বিজয় বলে বসেন, আমি কি একবারও বলেছি যে তুমি এখনও ক্রিমিনাল?
মেজাজ হারিয়ে ফেলেন রজত। রাগের মাথায় বলে বসেন, "ভাই রে, তোকে এখান থেকে থাপ্পড় মারতে মারতে রাস্তায় নিয়ে যাব, তারপর সব খুলে হাতে ধরিয়ে দেব।" এরপরই তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রজত। শান্ত হওয়া তো দূর বরং দেখা যায়, রাগের মাথায় তিনি এও বলেন, তোকে মাটি থেকে উপড়ে ফেলব আমি। যদিও বা দিগ্বিজয় শান্ত হয়ে বসে থাকার পাত্র না। তিনি উল্টে রজতকে ঘুষি মারতে তৎপর হয়ে ওঠেন।
I'm Super Happy we Made a right Guy Winner #KaranVeerMehra
— ICONIC (@Icnoic_77) March 4, 2025
Once a Criminal always a Criminal #DigvijayRathee#DiggyGangpic.twitter.com/wQWptgQpwf
উল্লেখ্য, রজত ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। একদম লাস্ট রাউন্ডে তিনি বাদ যান। এরপর থেকে শুরু হয় গন্ডগোল। রজতের ফ্যানেরা বলে বসেন, বিগ বস নাকি ডিপ্লোম্যাসি করে, তাঁকে বিজেতা হতে দেননি। আর, গতকালের ঘটনা যখন ঘটে তখন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুজনের বন্ধুরাই তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু, পরিস্থিতি এতই গরম ছিল যে সাধারণত সেই চেষ্টা বিফলে যায়।