Bigg Boss 18: বিগ বস! বিগ বস!... গোটা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিতে পারে এই একটাই ঘর। কখন যে বন্ধুত্বের সম্পর্ক শত্রুতার আকার নেবে সেকথা এঘরে থেকেই টের পাওয়া যায়। আবার কখন যে, নতুন সম্পর্কের শুরু হয় এই ঘর থেকে সেই নিয়েও চর্চা থাকে নানা রকম। প্রতি বছর কিছু কিছু প্রতিযোগী নজর কাড়েন। ইশা অবিনাশের সঙ্গে সঙ্গে এবছর কিন্তু করণ বীর এবং চাম দারাং এর সম্পর্কও বেশ দানা বাঁধছে।
করণ খাঁতরো কে খিলাড়ি তেও গিয়েছিলেন। এবং এবছর তিনি রিয়ালিটি শোয়ের মাধ্যমে নিজের জনপ্রিয়তা আবারও ফিরে পাচ্ছেন। অভিনেতার ব্যক্তিগত জীবন যদিও বা মুখরোচক গল্পের কিছু কম নয়। বরং, তাঁর জীবনে বিচ্ছেদ কিংবা বিতর্ক এবং ডিভোর্স সব মিলিয়ে করণ কিন্তু আলোচনায় ছিলেন। আর তাঁর সঙ্গে চাম যেভাবে একজোট হতে শুরু করেছেন সেকথা অনেকেই আন্দাজ করেছেন। একদম চুপচাপ চামকে করণ দায়িত্ব নিয়েই শোয়ের উপযোগী করে তুলেছেন।
বর্তমানে যখন বিগ বসের ঘরে প্রতিযোগীদের পরিবারের মানুষজন আসছেন তখন করণ এবং চামের সম্পর্ক নিয়ে তাঁরা নিজেরাই বেশ গর্বিত। বিশেষ করে চাম, তাঁর দিদি এসে বিগ বসের ঘরে যা যা বললেন, তাতে বেশিরভাগটাই করণ এবং চামের সম্পর্ক ঘিরে। করণের কারণেই কি চামের এত পরিবর্তন ঘটেছে বিগ বসের ঘরে? সেকথাই বারবার জানিয়েছেন অভিনেত্রীর দিদি।
বাধাই হো ছবিতে কাজ করেছিলেন চাম। সেই থেকেই বেশিরভাগের নজরে আসেন তিনি। আর আজ যখন করণের সঙ্গে বেশ মিষ্টি একটা সম্পর্ক তাঁর দানা বাঁধছে তখন তাঁর দিদি সাফ জানিয়েছেন, বোন বন্ধু হিসেবে দারুণ সৎ একজন মানুষ। এখানেই তিনি থামলেন না, বরং একথাও বলেলন...
"আমার বোনকে করণ এই শোয়ে বলতে শিখিয়েছে। ও একদম চুপচাপ ছিল। করণ এগিয়ে এসে ওকে বলেছে যে নিজের মতামত রাখো। কেন চুপ করে আছো তুমি? তাই আমার মনে হয়, যারা #Chumveer ব্যবহার করছেন তারা হয়তো ভালই করছেন। এটা করা উচিত। কারণ এটা মিথ্যে নয়। তাঁরা দুজনে সত্যিই খুব ভাল বন্ধু। এবং আমার মনে হয়, যেদিকেই তাঁদের সম্পর্ক এগোচ্ছে, বন্ধুত্ব হোক বা অন্য ক্ষেত্রে হোক, দুটোতেই এটা ব্যবহার করা যেতে পারে।"
চামের দিদি এও জানিয়েছেন শো শেষ হলে করণের সঙ্গে বাইরে দেখা করার ইচ্ছেও আছে তাঁর। এবং, এবছর যে ট্রফি নয় ভিভিয়ান নয়তো বা করণ বীরের হাতে যেতে পারে, সেই রকমই ধারণা।