Advertisment

Bigg Boss 18 Winning Controversy: আগে থেকেই প্ল্যানিং প্লটিং চলে Bigg Boss এ? রজত - ভিভিয়ানের হাতে ট্রফি না যেতেই বয়কটের ডাক...

Bigg Boss 18: রজত দালাল বাদ পড়েছেন একদম শেষ পর্যায়ে এসে। টপ তিনে জায়গা করে নিয়েছিলেন ভিভিয়ান, করণ এবং রজত। অনেকেই আশা করেছিলেন যে ভিভিয়ান জিতবেন…

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
bigg boss winner, karan veer mehra, vivian

বিগ বসকে বয়কটের ডাক ভক্তদের, কারণ এটাই... Photograph: (Instagram)

বিগ বস ঘিরে ফের বিতর্ক। কারণ, অবশ্যই রজত দালাল বাদ পড়েছেন একদম শেষ পর্যায়ে এসে। টপ তিনে জায়গা করে নিয়েছিলেন ভিভিয়ান, করণ এবং রজত। অনেকেই আশা করেছিলেন রজত যেভাবে গোটা সিজন জুড়ে খেলে গিয়েছেন তিনি হয়তো বা জিতবেন। বা অন্তত, টপ ২ এ জায়গা পাবেন। কিন্তু সেটা না হতেই বিতর্ক।

Advertisment

আজ বিগ বসের ফাইনাল উপলক্ষে উপস্থিত ছিলেন আমির খান। আমিরের উপস্থিতি যে সলমনকে বেশ আনন্দ দিয়েছে সেকথা আর নতুন করে বলার নয়। বেশ অনেক স্মৃতি খোলসা করেন মিস্টার পারফেক্ট এবং সলমনের বেশ কিছু লুকিয়ে রাখা তথ্য সকলের সামনে শেয়ার করেন তিনি। আমির নাকি প্রতিজ্ঞা করেছিলেন সলমনের সঙ্গে আর কোনোদিন কাজ করবেন না, এমনকি ভাইজান নিজের ফোন দিতেও অস্বীকার করেন আমিরকে।

আসলে, আমির তাঁর ছেলে জুনায়েদের নতুন ছবির প্রমোশন এসেছিলেন। সেখানে এসেই আমিরকে সামনে পেয়ে অনেক তথ্য সামনে আনেন সলমন। ভাইজান জানান, আমির নাকি বলেছিলেন সলমনের সঙ্গে কাজ করবেন না। কারণ, অবশ্যই! তখন ভাইজান একসঙ্গে ১৩টা ছবিতে কাজ করছেন, আর আমিরের সঙ্গেও একটি ছবিতে কাজ করছিলেন। কিন্তু, আমির খানকে যে এত সময় অপেক্ষা করতে হবে, তাতেই রেগেমেগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।  থামলেন না আমির। এও সাফ জানালেন যে সামনের সিজনে তিনি শাহরুখ এবং সলমনকে সঙ্গে নিয়ে বিগ বস খেলবেন। কিন্তু, ভাইজান সাফ জানালেন, হ্যাঁ! তাহলে শুরুতেই আমাদের যেকোনও একজনকে বেরিয়ে আসতে হবে।

Advertisment

অন্যদিকে, রজত দালাল আজ একদম শেষ রাউন্ডে বাদ যেতেই রেগে কাঁই ভক্তরা। তাঁরা ফের একবার বয়কট করার মুডে। চ্যানেল কর্তৃপক্ষকে রীতিমতো বয়কটের ডাক দিয়েছে তাঁরা। রজতের সঙ্গে ঠিক হয়নি, বরং ভয়ঙ্কর প্রহসন হয়েছে বলেই তাঁদের দাবি। রজতের ট্রফি না পাওয়া যে ফিক্সিং গেম, এমনটাই দাবি করছেন তাঁরা। অন্যদিকে কিছুক্ষন আগেই ঘোষণা করা হয়েছে করণবীর এবারের বিজেতা। তারপর থেকে ভিভিয়ান ফ্যানেরাও বেশ ক্ষুব্ধ।

কারণ, এই দুইয়ের মধ্যে ভিভিয়ান এর অনুরাগী সংখ্যা এমনকি,তাঁর গেম সেটিং অনেকেই পছন্দ করতেন। সেখানে, করণবীর কিছুই না করে জিতে গিয়েছেন বলেই দাবি তাঁদের।

Bigg Boss bigg boss 18 bigg boss 18 finale
Advertisment